সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুদে সন্তানের শরীরেও সিঁধ কাটতে পারে থাইরয়েড। প্রাপ্তবয়স্কদের মতো শিশুদেরও থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন কম বা বেশি ক্ষরিত হতে পারে। নবজাতক থেকে শুরু করে কিশোর বয়স পর্যন্ত—যে কোনও বয়সের শিশুর মধ্যে এই রোগ দেখা দিতে পারে। সময়মতো এর চিকিৎসা না হলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুতর বাধা তৈরি হয়। তাই, আপনার ছোট্ট সোনার থাইরয়েড রয়েছে কিনা তা বুঝতে কয়েকটি বিষয় আগাম জেনে রাখতেই হবে। আগেভাগে সচেতন থাকলে সেই উপসর্গ যাচাই করে নিয়ে সময় থাকতে চিকিৎসকের কাছে যেতে পারবেন। তাতে শিশুর ক্ষতির আশঙ্কা কমবে।
(১) দিনের বেশির ভাগ সময় শিশুকে ঘুমোতে দেখা যাবে।
(২) শিশুর জিভ শুষ্ক ও বড় দেখাবে।
(৩) হাইপোথাইরয়েডিজম সবচেয়ে সাধারণ একটি উপসর্গ। জন্মের সময় থাইরয়েড গ্রন্থি ঠিকমতো তৈরি না হলে বা কার্যকর না হলে এটি দেখা দেয়। এক্ষেত্রে শিশুর ঘন ঘন জন্ডিস দেখা দিতে পারে।
(৪) হাশিমোটো'স থাইরয়েডাইটিস নামক একটি অটোইমিউন রোগই শিশুর থাইরয়েডের প্রধান লক্ষণ। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে বসে। ফলে শরীরের ক্লান্তি, জ্বর বা কাঁপুনি বেশি দেখা যায়। এমনকী শরীরের পেশি দুর্বল হয়ে পড়ে।
(৫) শিশুর কোষ্ঠকাঠিন্য দেখা যায়।
(৬) পর্যাপ্ত খাওয়া-দাওয়ার পরও ওজন কমে যাওয়া।
(৭) গলার সামনে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠা।
(৮) শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া।
(৯) চোখ বড় বা সামনের দিকে বেরিয়ে আসতে দেখা যায়।
যদি আপনার খুদের মধ্যে এই ধরনের লক্ষণগুলি ক্রমাগত দেখা যায়, তবে দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞ বা এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা (যেমন TSH, T3, T4) করানো উচিত।
