সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের প্রবণতা দিন দিন বাড়ছে। যত রকমের ক্যানসার রয়েছে, তার মধ্যে ফুসফুসের ক্যানসার অত্যধিক হারে দেখা যাচ্ছে। সাধারণের মধ্যে এমন ধারণা রয়েছে যে, ফুসফুসের ক্যানসার শুধুমাত্র ধূমপায়ীদের মধ্যে হওয়ার আশঙ্কা বেশি। ফুসফুসে ক্যানসার হলেই আমরা ধরে নিই, রোগী ধূমপায়ী ছিলেন। কিন্তু ধূমপান না করলেও ফুসফুসে ক্যানসার হওয়ার আশঙ্কা থেকে যায়। এক্ষেত্রে যেহেতু জিনের বদল ঘটে, তাই নানা রকম উপসর্গ প্রকাশ পায়। এই অসুখে এমন কিছু লক্ষণ রয়েছে যা আদতে ক্যানসারের উপসর্গ বলে মনেই হবে না। কিন্তু সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে গেলেই ঘটবে বিপদ। অবহেলা করলেই তলে তলে ক্যানসার কোষ ডালপালা মেলতে শুরু করবে। কোন কোন লক্ষণ দেখে আগেভাগে সাবধান হবেন?
১) কাশি সহজে সারছে না? কিংবা কাশির ধরণ হঠাৎ পাল্টে যাচ্ছে? তাহলে সতর্ক হোন। এটি ফুসফুস ক্যানসারের সবচেয়ে সাধারণ লক্ষণ।
২) কফের সঙ্গে সামান্য পরিমাণ রক্ত জমা হওয়া একটি গুরুতর লক্ষণ। এমনটা দেখলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৩) সামান্য পরিশ্রমেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে? ঘন ঘন হাঁপিয়ে উঠলে আগেভাগে সতর্ক থাকুন। ফুসফুসে টিউমার শ্বাসপথকে ব্লক করলে এমনটা হয়।
৪) ক্রমাগত বুকে, পিঠে বা কাঁধে ব্যথা যা কাশির দমকের সঙ্গে বাড়তে থাকে, তা ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে।
৫) যদি আপনার গলার স্বর বসে যায় বা কর্কশ হয়ে যায় এবং তা দীর্ঘ দিন স্থায়ী হয়, তবে ভোকাল কর্ডের উপর চাপ সৃষ্টি হওয়ার কারণে এমনটা হতে পারে।
৬) বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো ফুসফুসের সংক্রমণ হওয়া এবং তা সহজে না সারাও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
৭) অসুখ বাড়লে শরীরের অন্যান্য অংশেও প্রভাব পড়ে। কোনও কারণ ছাড়াই হঠাৎ দেহের ওজন কমতে থাকে।
৮) অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি অনুভব। পিঠে বা কোমরে ব্যথা হয়। শ্বাসনালিতে ক্যানসার কোষের বিভাজন শুরু হলে, সেই প্রদাহ সবার প্রথমে কাঁধে ছড়ায়। ফলে, দু'কাঁধেই অসহ্য ব্যথা শুরু হয়। এরপর ধীরে ধীরে এই ব্যথা হাতের আঙুলেও ছড়িয়ে পড়ে।
মনে রাখবেন, এই উপসর্গগুলি অন্য সাধারণ রোগের কারণেও হতে পারে। তবে ধূমপানের ইতিহাস থাকলে বা এই লক্ষণগুলি দীর্ঘ দিন ধরে দেখা গেলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
