সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্বাস্থ্যের জন্য প্রাতঃরাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনও মাথাব্যথা নেই। অনেকেই প্রাতঃরাশ খান না। আর যাঁরা খান, তাঁদের বেশিরভাগই পাউরুটি ও ডিমভাজায় অভ্যস্ত। তবে জানেন কি, নিত্যদিনের এই অভ্যাস আপনার বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই প্রাতঃরাশে পাউরুটি ও ডিমভাজা খাওয়ার আগে এই জিনিসগুলি মাথায় রাখতে ভুলবেন না।
ডিমে প্রোটিন থাকে। যা মেটাবলিজম এবং পেশিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। চুল, নখ এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে ডিমের জুড়ি মেলা ভার। তাই সপ্তাহে সাতদিন সাতটা ডিম খাওয়াও সমস্যার নয়। তবে আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে কিংবা হার্টের সমস্যা থাকে, তবে বেশি ডিম না খাওয়াই ভালো।
পাউরুটি চিনি, সোডিয়াম এবং সংরক্ষণের জন্য রাসায়নিক দেওয়া হয়। তার ফলে রোজ খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। রক্তচাপজনিত সমস্যাও হতে পারে।
ঘুম থেকে ওঠার ঘণ্টাদুয়েকের মধ্যে পাউরুটি খেতে পারেন। পাউরুটি ও ডিমভাজার সঙ্গে সেক্ষেত্রে কিছু শাকসবজিও জলখাবারে খেতে পারেন। তবে বেশি বেলা হয়ে গেলে এই খাবার না খাওয়াই ভালো।
রোজ রোজ পাউরুটি এবং ডিমভাজা খেয়ে আপনার গ্যাস, অম্বলজনিত কোনও সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখুন। তেমন সমস্যা দেখা দিলে জলখাবারের মেনুতে বদল আনুন। নইলে সমস্যা আরও বাড়তে পারে।
