সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক নয়া গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সাধারণ ব্লাড গ্রুপ A এবং B-এর সঙ্গে অটোইমিউন লিভার রোগের বড় যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। গবেষকরা জানাচ্ছেন, কিছু রক্তের গ্রুপ অটোইমিউন লিভারের রোগ বাড়িয়ে দিতে পারে। এই অটোইমিউন রোগগুলিতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত লিভারের কোষকে আক্রমণ করে বসে। ফলে লিভার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
'ফ্রন্টিয়ার্স' নামক জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে, যাদের রক্তের গ্রুপ A, তাদের অটোইমিউন হেপাটাইটিসের ঝুঁকি সবচেয়ে বেশি। এই রোগে লিভারের কোষে প্রদাহ তৈরি হয়। লিভারের টিস্যুতে দাগ পড়ে। এমনকী লিভার ফেইলিওর পর্যন্ত হতে পারে। অন্যদিকে, ব্লাড গ্রুপ B প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিসের ঝুঁকি বাড়ায়। এই রোগ ধীরে ধীরে লিভারের পিত্তনালীকে নষ্ট করে দেয়, যা শেষ পর্যন্ত লিভার ফেইলিওরের কারণ হতে পারে।
চিকিৎসকরা জানাচ্ছনে, রক্তের এই গ্রুপগুলি লিভার রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষত যাদের পরিবারে অটোইমিউন রোগের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে গবেষণালব্ধ এই তথ্য দ্রুত রোগ নির্ণয়ে সাহায্য করতে পারবে।
