সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বব্যাপী প্রায় ৮০ লক্ষ মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত। 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র রিপোর্ট অনুযায়ী প্রতি বছর নতুন করে ২৩ লক্ষ মানুষ স্তন ক্যানসারে আক্রান্ত হন। মহিলাদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি বছরই 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' অক্টোবর মাসটিকে 'ব্রেস্ট ক্যানসার অ্যাওয়্যারনেস মান্থ' বা স্তন ক্যানসার সচেতনতার মাস (Breast Cancer Awareness Month) হিসেবে পালন করেন। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সহজেই এই রোগে নিরাময় সম্ভব। শুধু তাই নয়, চিকিৎসা চলাকালীন কিংবা চিকিৎসায় সেরে ওঠার পর অনেকেই মনে করেন, আর কোনও দিন তিনি মা হতে পারবেন না। কিন্তু জেনে রাখুন, ব্রেস্ট ক্যানসার চিকিৎসার পরেও আপনি সন্তানের জন্ম দিতে পারেন। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে ভারতে ব্রেস্ট ক্যানসারের সংখ্যা বাড়ছে। এর চিকিৎসায় সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন এবং হরমোন থেরাপির প্রয়োজন হয়। বিশেষজ্ঞ ডাক্তার রশমি নিফাদকারের মতে, এই চিকিৎসাগুলো প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলতে সক্ষম। যেমন, কেমোথেরাপি ডিম্বাণুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ্যাত্ব আসে।
রেডিয়েশন আশেপাশের প্রজনন অঙ্গকে ক্ষতি করে। ট্যামোক্সিফেনের মতো হরমোন থেরাপি চলাকালীন গর্ভধারণ করা উচিত নয়। কারণ, ওষুধের ধরন, চিকিৎসার মেয়াদকাল, ক্যানসার ধরা পড়ার সময় রোগীর বয়স এবং ডিম্বাণুর গঠন—এই সবকিছুর উপরই প্রজনন ক্ষমতা নির্ভর করে।
মাতৃত্বের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন
ক্যানসার চিকিৎসা শুরুর আগেই চিকিৎসকের সঙ্গে সন্তান ধারণের বিষয়টি নিয়ে আলোচনা করুন। প্রয়োজনে আপনার ডিম্বাণু বা ভ্রূণ ফ্রিজিং করে রেখে দিন। এটি সম্পূর্ণ নিরাপদ প্রক্রিয়া। একে ক্রায়োপ্রিজারভেশন বলা হয়। ডিম্বাণু ফ্রিজ করলে আপনি চিকিৎসা শুরুর আগেই আপনার ডিম্বাণু সংরক্ষণ করতে পারলেন। এতে সুস্থ হওয়ার পর নিরাপদে গর্ভাবস্থার পরিকল্পনা করতে পারবেন। ডিম্বাশয়ের টিস্যু ফ্রিজ করার বিকল্পও রয়েছে।
চিকিৎসা শেষ হওয়ার পর কমপক্ষে ২ বছর অপেক্ষা করা জরুরি। এই সময়ে শরীর সম্পূর্ণ সুস্থ হয়। ক্যানসার আবার ফিরে আসার কোনও লক্ষণ আছে কিনা, তা পর্যবেক্ষণে রাখুন।
চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে ব্রেস্ট ক্যানসার এখন আর মাতৃত্বের পথে কোনও বাধা নয়। ফার্টিলিটি বিশেষজ্ঞের লক্ষ্য হল মহিলাদের বিকল্প পথ দেখানো। সময়মতো ডিম্বাণু সংরক্ষণ, পরিজনের যত্ন এবং মানসিক সমর্থন পেলে ব্রেস্ট ক্যানসার জয় করেও একজন নারী সুস্থভাবে গর্ভধারণ করতে পারেন। জন্ম দিতে পারেন সুস্থ সন্তানের।
(স্তন ক্যানসারের সচেতনতায় বিশেষ উদ্যোগ সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর। এই মারণ রোগে আক্রান্ত এবং জয়ীদের পাশে থাকার বার্তা দিয়ে আজ, ৩১ অক্টোবর গোলাপী রঙে বদলে যাচ্ছে আমাদের ওয়েবসাইট। স্তন ক্যানসার নিয়ে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।)
