সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার শিশু কি অতিরিক্ত ঘামছে? তাহলে তা চিন্তার বিষয় বটে। কারণ, আপনার শিশুকে যদি ঘন ঘন ঘামতে দেখেন, তবে তা শারীরিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ। শিশুদের ক্ষেত্রে ঘর্ম গ্রন্থিগুলি অপরিণত অবস্থায় থাকে। একজন পরিণত মানুষ যেভাবে ঘামতে পারেন, শিশুদের ক্ষেত্রে তেমনটা হওয়ার কথা নয়। কারণ, শিশুর দেহের তাপমাত্রা ত্বকের রক্ত প্রবাহের উপর নির্ভর করে দেহের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। তাই শিশুর ত্বক সবসময় শষ্ক থাকে। যদি কখনও শিশুকে ঘামতে দেখেন, সেক্ষেত্রে আগেভাগে সতর্ক হওয়া প্রয়োজন।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সতর্ক করলেন ইংল্যান্ডের চিকিৎসক ড. সার্মেদ মেজের। তিনি জানান, ঘরের উষ্ণ তাপমাত্রায় কিংবা অতিরিক্ত পোশাক পরিয়ে রাখলে শিশুর হালকা ঘাম কখনও-সখনও দেখা দিতে পারে। কারণ, শিশুরা খুবই কম ঘামে। কিন্তু আরামদায়ক পরিবেশে থেকেও যদি শিশু অনবরত ঘামতে থাকে তাহলে তা বিপজ্জনক।
ড. মেজের সতর্ক করে দিয়ে জানান, খাওয়ানোর সময় বা ঘুমানোর সময় শিশুর ক্রমাগত ঘাম হওয়া স্বাভাবিক নয়। বরং এটি একটি দীর্ঘস্থায়ী রোগের লক্ষণ হতে পারে। শিশুর এমন উপসর্গে কোন কোন রোগের আশঙ্কা থাকে?
(১) থাইরয়েড হরমোনের অত্যধিক ক্ষরণ হলে শিশুর অতিরিক্ত ঘাম হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
(২) শিশুর যদি হাইপারহাইড্রোসিস থাকে তাহলে শিশু অস্বাভাবিক ঘামতে থাকবে। এক্ষেত্রে শিশুর ঘর্মগ্রন্থিগুলি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। হাতের তালু, মাথা ও মুখ, বগল প্রভৃতি বেশি ঘামে।
(৩) জন্মগত ভাবে শিশুর হৃদরোগের সমস্যা থাকলে এমনটা ঘটতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
(৪) জিনগত ত্রুটির কারণে সিস্টিক ফাইব্রোসিস রোগ দেখা দিলে শিশুর অতিরিক্ত ঘাম হতে পারে।
(৫) শ্বাসযন্ত্রে যদি কোনও রকম সংক্রমণ ঘটে, সেক্ষেত্রে শিশুর অতিরিক্ত ঘাম দেখা দিতে পারে।
