shono
Advertisement
Prescription Plus

শুধু ডায়াবেটিস নয়, এবার হার্টের রক্ষাকবচও GLP-1 ড্রাগ 'রাইবেল্‌সাস'! অনুমোদন FDA-এর

ট্যাবলেট হিসেবে এটি প্রথম মুখে খাওয়ার GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট।
Published By: Buddhadeb HalderPosted: 04:47 PM Nov 01, 2025Updated: 03:59 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইপ ২ ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাবে সেমাগ্লুটাইড ট্যাবলেট। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) ডায়াবেটিসের ওষুধ রাইবেল্‌সাস-কে নয়া অনুমোদন দিয়েছে। এটিই প্রথম মুখে খাওয়ার GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, যা টাইপ ২ ডায়াবেটিস এবং উচ্চ হৃদরোগ নিরাময়ে একসঙ্গে ব্যবহার করা যাবে। প্রাপ্তবয়স্কদের হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে এটি নতুন ভাবে পথ দেখাচ্ছে।

Advertisement

২০১৯ সালে রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য রাইবেল্‌সাস অনুমোদন পেয়েছিল। এখন SOUL ট্রায়ালের নতুন প্রমাণের ভিত্তিতে এর গুরুত্ব আরও বাড়ল। এই ওষুধটি হৃদরোগে মৃত্যু, নন-ফ্যাটাল হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো বড় কার্ডিওভাসকুলার ইভেন্টের (MACE) ঝুঁকি কমাবে বলে দাবি চিকিৎসকদের।

SOUL ট্রায়ালে প্রায় চার বছর ধরে ৯,৬৫০ জন রোগীর ওপর গবেষণা চালানো হয়। ফলাফলে দেখা যায়, মুখে সেমাগ্লুটাইড (১৪ মিলিগ্রাম দৈনিক) MACE-এর ঝুঁকি ১৪% কমিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এবার রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এই ওষুধ হৃদরোগ প্রতিরোধে সাহায্য করবে।

রাইবেল্‌সাস ইনজেকশনের মতো (যেমন ওজেম্পিক) এটি একই কাজ করে। প্রতিদিনের ট্যাবলেট হিসাবে এবার থেকে রোগীরা সহজেই এই ওষুধ ব্যবহার করতে পারবেন। বমি বমি ভাব বা বমির মতো সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও হৃদরোগের চিকিৎসায় ওষুধটি বিশেষ ভাবে কাজ দেবে।

ভবিষ্যতে, রাইবেল্‌সাস ওবেসিটি নিয়ন্ত্রণের জন্যও অনুমোদন পেতে পারে। সেক্ষেত্রে এটি্র চাহিদা আরও বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৯ সালে রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য রাইবেল্‌সাস অনুমোদন পেয়েছিল।
  • SOUL ট্রায়ালে প্রায় চার বছর ধরে ৯,৬৫০ জন রোগীর ওপর গবেষণা চালানো হয়।
  • রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এবার এই ওষুধ হৃদরোগ প্রতিরোধে সাহায্য করবে।
Advertisement