সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৪৫-এর কোঠায়। একই সঙ্গে দুই সন্তানের মা। যে ইন্ডাস্ট্রি মেয়েদের গ্ল্যামারকেই বেশি পাত্তা দেয়, তার বিপরীতে শরীরকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ফিট রাখতে মরিয়া বেবো। সম্প্রতি করিনা কপুরের (Kareena Kapoor) ওয়ার্কআউট ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর ফিটনেস প্রশিক্ষক মহেশ ঘনেকর। একই সঙ্গে মহেশ পোস্টটির ক্যাপশনে লিখেছেন, "তারকাদের ফিটনেস কোনও ভাগ্য নয়। এটি কঠোর পরিশ্রম। এর কোনও রকম ফিল্টার বা শর্টকাট নেই। এ হল বাস্তব শক্তি, বাস্তব ফলাফল।"
ভিডিওতে দেখা গেছে কখনও মেঝেতে হাত রেখে, আবার কখনও বা দেওয়ালে পা রেখে ব্যায়াম করছেন করিনা। ডাম্বেল, বাম্পার প্লেট, কেটল বেল নিয়ে দক্ষতার সঙ্গে কসরত করছেন তিনি। একদিকে রয়েছে সন্তানদের দেখভালের ব্যস্ততা, অন্যদিকে নিজের অভিনয় জগতের কাজকর্ম। এর মাঝে সময় বের করে নিয়ে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাওয়া মোটেও কথা নয়! নিজেকে ফিট রাখার জন্য প্রতিদিন ব্যায়াম অভ্যাসের এই নজির প্রশংসনীয়।
