shono
Advertisement
Ruby General Hospital

ক্যানসার জয়ীরাই 'আসল তারকা', রুবি হাসপাতালের উদ্যোগে কলকাতায় বিশেষ র‍্যালি

স্তন ক্যানসার সচেতনতায় সামিল হলেন প্রখ্যাত অভিনেতা ও ক্রীড়াবিদরা।
Published By: Buddhadeb HalderPosted: 07:57 PM Oct 31, 2025Updated: 07:57 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়্যারনেস মান্থ’ উপলক্ষে শুক্রবার কলকাতায় এক বিশেষ র‍্যালির আয়োজন করা হয়। রুবি জেনারেল হাসপাতাল এবং রুবি ক্যানসার সেন্টার যৌথভাবে এই র‍্যালির আয়োজন করে। শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে রুবি জেনারেল হাসপাতাল থেকে এই পদযাত্রা শুরু হয়।

Advertisement

এই র‍্যালির মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে দ্রুত রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা। ভারতে শহুরে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি। প্রতি চার মিনিটে একজন মহিলা এই রোগে আক্রান্ত হন। দুঃখজনকভাবে, এদেশে ৫০ শতাংশের বেশি রোগী তৃতীয় বা চতুর্থ পর্যায়ে পৌঁছলে ডাক্তারের কাছে আসেন।

এই র‍্যালিতে ৩৫০ জনের বেশি মানুষ অংশ নেন। ক্যানসার জয়ীরা ছিলেন এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। তাদের 'আসল তারকা' এবং সচেতনতার দূত হিসেবে সংবর্ধনা জানানো হয়।

অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, চন্দন সেন র‍্যালিতে উপস্থিত ছিলেন। ফুটবলার আলভিটো ডি’কুনহা এবং মেহতাব হোসেনের মতো ক্রীড়া ব্যক্তিত্বরাও পদযাত্রায় সামিল হন এদিন। এছাড়া নার্সিং ছাত্রছাত্রী, হাসপাতালের কর্মী এবং প্রখ্যাত অঙ্কোলজিস্টরাও উপস্থিত ছিলেন।

রুবি ক্যানসার সেন্টার প্রাথমিক স্ক্রিনিংয়ের জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। ১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত মাত্র ৫০০ টাকায় ম্যামোগ্রাম করার সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সেলফ ব্রেস্ট এক্সামিনেশনই এই রোগ মোকাবিলার সেরা হাতিয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়্যারনেস মান্থ’ উপলক্ষে শুক্রবার কলকাতায় এক বিশেষ র‍্যালির আয়োজন করা হয়।
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে রুবি জেনারেল হাসপাতাল থেকে এই পদযাত্রা শুরু হয়।
  • এই র‍্যালিতে ৩৫০ জনের বেশি মানুষ অংশ নেন।
Advertisement