সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মহিলা বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে জেমাইমা রডরিগেজ ঘরে ঘরে জমপ্রিয় মুখ হয়ে উঠেছেন। তাঁর ১২৭ রানের অপরাজিত ইনিংস ভারতকে ICC ODI বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে পৌঁছে দিতে বড় ভূমিকা নেয়। কিন্তু মাত্র ২৫ বছর বয়সে তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছে কোন যাদুমন্ত্র?
না, কোনও যাদুমন্ত্র নয়। ফিট থাকার জন্য যেমন মাঠে শারীরিক কসরত করেন তিনি, তেমনই সঙ্গে রাখেন নিজের তৈরি 'গ্রিন জ্যুস'। কী এই গ্রিন জ্যুস যা তাঁকে মাঠের ভেতরে ও বাইরে শক্তি যোগায়? সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি নিজেই এই রহস্য ফাঁস করেছেন।
খুব ভোরে জিমে যাওয়ার পর তিনি প্রায়শই এই 'সিক্রেট জ্যুস' পান করেন। এতে দৈনিক পুষ্টির পর্যাপ্ত জোগান মেটে। জেমাইমা জানান, সবুজ শাকসবজি খাওয়া তাঁর কাছে খুব বিরক্তিকর। তাই সেগুলিকে সহজে খাওয়ার জন্যই এই নয়া পন্থা বেছে নিয়েছেন তিনি।
কী দিয়ে তৈরি এই বিশেষ জ্যুস?
এই জ্যুস তৈরি হয় সবুজ শাকসবজি, সবুজ আপেল এবং নাশপাতি দিয়ে। উপকরণে রয়েছে আপেল ও নাশপাতি। সঙ্গে মেশানো হয় পালং শাক, লাউ এবং শসার মতো অন্যান্য সবজিও। সমস্ত উপকরণ একসাথে জুসারে মিশিয়ে নিয়ে তৈরি করেন এই জ্যুস।
তবে মাঝেমধ্যে চিট-ডে উপভোগ করতেও পিছপা হন না তিনি। রাস্তায় ভেলপুরি খাওয়ার একটি পুরোনো ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। মজার ব্যাপার, সেই ভেলপুরি যে কাগজের ঠোঙায় পরিবেশন করা হয়েছিল, সেই কাগজেই ছিল জেমাইমার ছবি।
নিজের ইনস্টা ভিডিওতে তাঁকে ঘটনাটি শেয়ার করতেও দেখা গিয়েছে। হাসিমুখে বলতে শোনা গেছে, "যখন বাইরে ভেলপুরিওয়ালা দাদার কাছে পাওয়া কাগজের টুকরোয় নিজের ছবি দেখে চমকে উঠবেন, বুঝবেন জীবনে উন্নতি করেছেন।" আর এই উন্নতির চাবিকাঠির আড়ালে রয়েছে নিজের তৈরি 'গ্রিন জ্যুস'।
