সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালের মুকুটে নয়া পালক। কিডনি প্রতিস্থাপনে বড়সড় সাফল্য বেসরকারি হাসপাতালের। তার ফলে খুশি রোগীর পরিবারের সদস্যরা। বেসরকারি এই হাসপাতাল আশার আলো জোগাচ্ছে অন্যান্য রোগীদের।
জানা গিয়েছে, বছর বাইশের ওই যুবক দীর্ঘদিন ধরে কিডিনর জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসা করার হাজারও চেষ্টা করেন। তাতে প্রথমদিকে সাড়া পাচ্ছিলেন ঠিকই। তবে পরিবর্তে ওষুধে আর কাজ দিচ্ছিল না। কিডনি প্রতিস্থাপনই একমাত্র পথ বলে সাফ জানিয়ে দেন চিকিৎসকেরা। সেই অনুযায়ী তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৯ নভেম্বর ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর অস্ত্রোপচার করা হয়। মেডিক্যাল টিম সাফল্যও পায়। সুস্থ হন যুবক। বুধবার ওই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বর্তমানে যুবকের শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল।
বেসরকারি হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও ডাঃ প্রতীম সেনগুপ্ত বলেন, "এই প্রথমবার মধ্যমগ্রামের এই বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হল। অস্ত্রোপচার সফল।" মধ্যমগ্রামের মানুষদের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়াই লক্ষ্য বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। যথেষ্ট কম খরচে সেরা পরিষেবা দেওয়াই অঙ্গীকার তাদের। বেসরকারি হাসপাতালের এই সাফল্য যেন অন্যান্য রোগীর পরিবারকে আশার আলো জোগাচ্ছে।
