shono
Advertisement

জি নিউজের বিরুদ্ধে মহুয়া মৈত্রর মানহানি মামলা, শুনানি পিছোল ২০জুলাই পর্যন্ত

সংসদের বক্তব্য নিয়ে জি নিউজের প্রতিবেদনের ভিত্তিতে মানহানির মামলা করেন মহুয়া৷ The post জি নিউজের বিরুদ্ধে মহুয়া মৈত্রর মানহানি মামলা, শুনানি পিছোল ২০জুলাই পর্যন্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Jul 15, 2019Updated: 06:21 PM Jul 19, 2019

দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: জি নিউজের সম্পাদক সুধীর চৌধুরীর বিরুদ্ধে সাংসদ মহুয়া মৈত্রর করা মানহানির ফৌজদারি মামলার শুনানি পিছিয়ে গেল দিল্লি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে৷ আগামী ২০ জুলাই সওয়াল-জবাব শুরু হবে বলে আদালত সূত্রে খবর৷ সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ ২০ তারিখ মামলাকারী মহুয়া মৈত্রের বয়ান রেকর্ড করা হবে ম্যাজিস্ট্রেটের কাছে৷

Advertisement

[আরও পড়ুন: অনুপ্রবেশের সময় বিএসএফের গুলি, জম্মুতে মৃত সন্দেহজনক পাক নাগরিক]

নতুন সাংসদ হওয়ার পর লোকসভা অধিবেশনের প্রথম ভাষণে সাড়া ফেলে দিয়েছিলেন মহুয়া মৈত্র৷ দৃঢ় কণ্ঠে, পরিশীলিত, প্রতিবাদী বক্তব্যে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ চিনিয়ে দিয়েছিলেন নিজের জাত৷ বিপুল জনসমর্থন পেয়ে দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় ফেরা বিজেপির বাঘা বাঘা সাংসদদের বুঝিয়ে দিয়েছিলেন, তিনি পাল্লা দিয়ে লড়তে জানেন৷ সেই বক্তৃতাতেই তিনি বিজেপি বিরোধিতায় মার্কিন প্রাবন্ধিক মার্টিন লংম্যানের লেখা উদ্ধৃত করে বোঝাতে চেয়েছিলেন মোদি সরকার কীভাবে ফ্যাসিবাদী হয়ে উঠছে৷ আর এই বিষয়টি নিয়েই জি নিউজের তরফে আপত্তিকর প্রতিবেদন উপস্থাপিত হয়েছে বলে অভিযোগ করেন মহুয়া মৈত্র৷
সর্বভারতীয় সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনে মহুয়ার বক্তব্য মার্টিন লংম্যানকে হুবহু নকল বলে উল্লেখ করা হয়েছিল, যা অবমাননাকর বলে মনে করেন সাংসদ৷ জি নিউজের এই প্রতিবেদনের বিপক্ষে নিজে টুইট করেন মার্টিন লংম্যান৷ এরপরই সংবাদমাধ্যমটির সম্পাদক সুধীর চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে আর এক মুহূর্তও নষ্ট করেননি মহুয়া৷ দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হয় মামলা৷ মহুয়া মৈত্রর হয়ে আইনি লড়াইয়ে নামেন আইনজীবী শাদান ফরাসত৷ তাঁর বক্তব্য, লংম্যানের প্রবন্ধটি অত্যন্ত জনপ্রিয়৷ মহুয়া শুধুমাত্র তা দেখে কিছুটা অংশ তুলে এদেশের পরিপ্রেক্ষিতে সবটা বোঝাতে চেয়েছেন৷ সংসদের ভাষণে তিনি লংম্যানের নামও উল্লেখ করেছিলেন৷ তাই হুবহু নকলের তত্বটি সম্পূর্ণ অসত্য এবং অভিসন্ধিমূলক৷

[আরও পড়ুন: হিমাচলে বহুতল ভেঙে বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধার ১৩ জওয়ানের দেহ]

এনিয়ে আজ, সোমবার ম্যাজিস্ট্রেট পিসি পারেওয়ার এজলাসে শুনানি শুরুর কথা ছিল৷ কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ২০ তারিখ পর্যন্ত৷ ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, সওয়াল-জবাবের আগে মামলাকারী মহুয়া মৈত্রর জবানবন্দি রেকর্ড করা হবে৷

The post জি নিউজের বিরুদ্ধে মহুয়া মৈত্রর মানহানি মামলা, শুনানি পিছোল ২০জুলাই পর্যন্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement