shono
Advertisement

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহভর চলবে দুর্যোগ, কমবে তাপমাত্রাও

ভ্যাপসা গরম থেকে মুক্তি!
Posted: 07:08 PM Sep 12, 2023Updated: 07:08 PM Sep 12, 2023

নিরুফা খাতুন: ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গবাসী। এর মাঝেই সুখবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বুধবার। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের অভিমুখ থাকবে ওড়িশার দিকে।

[আরও পড়ুন: তলব করা হলেও অভিষেকের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, আদালতে জানাল ইডি]

নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে দক্ষিণবঙ্গে। এর জেরে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে চলবে মাঝারি বৃষ্টি । হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই।

বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একটানা বৃষ্টি না হলেও মেঘলা আকাশ এবং দফাই দফাই বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত। আর এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস।

[আরও পড়ুন: ছাত্রের কানমলা দিয়ে ওঠবোস করানোর শাস্তি! স্কুলে ঢুকে শিক্ষকদের মার পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement