shono
Advertisement

রাস্তায় থমকে দাঁড়িয়ে বাস-ট্যাক্সি-প্রাইভেট গাড়ি, তীব্র যানজটে কলকাতাকে হারাল মাদ্রিদ

আট লেনের রাস্তা, আপে চার, ডাউনে চার লেন। কিন্তু গাড়ি নড়ছে না।
Posted: 09:12 AM Sep 14, 2023Updated: 09:13 AM Sep 14, 2023

প্রায় পাঁচ বছর পর লগ্নির লক্ষে বিদেশ সফরে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। আট দিনের স্পেন সফরে বুধবার মাদ্রিদ পৌঁছন তিনি। বৃহস্পতিবার থেকে কর্মসূচি। মাদ্রিদ সফরের খুঁটিনাটি নিয়ে কলম ধরলেন কুণাল ঘোষ। 

Advertisement

তীব্র যানজটে কলকাতাকে হারিয়ে দিল মাদ্রিদ। আট লেনের রাস্তা, আপে চার, ডাউনে চার লেন। কিন্তু তাও গাড়ি নড়ছে না। পর পর সার দিয়ে নানা রঙের বাস-ট‌্যাক্সি-প্রাইভেট গাড়ি থমকে দাঁড়িয়ে থাকছে। সিগন‌্যাল সবুজ হয়ে মাত্র আটটা-দশটা গাড়ি যাওয়ার পরেই ফের লাল হয়ে যাচ্ছে।

[আরও পড়ুন: ‘১৩ মাস আগে গ্রেপ্তার করেছেন কিন্তু…’, ইডি দপ্তর থেকে বেরিয়ে অভিষেকের মুখে পার্থর নাম]

অথচ পুরোটাই সুশৃঙ্খল, কোনও হইচই, গাড়ির হর্ন বাজিয়ে হল্লা করার তাড়া নেই। আমাদের গাড়ির চালক বললেন, যতই যানজট হোক না কেন, কোথাও লেন ভেঙে কোনও ওভারটেক হয় না। সবাইকে বাড়ি থেকে গন্তব‌্য যাওয়ার জন‌্য অতিরিক্ত এক-দেড় ঘণ্টা হাতে নিয়ে বেরতে হয়।

এই খবর যখন কলকাতায় পাঠাচ্ছি তখন স্প‌্যানিশ টাইম বিকেল ৪.২০। কিন্তু এখনই যদি এমন তীব্র যানজট হয় তবে অফিস ছুটির পর কী ভয়ংকর অবস্থা হয় তা ভেবেই শিউরে উঠছি। সান্ত্বনা একটাই, মাদ্রিদের চেয়ে যানজটে কলকাতা অনেকটাই পিছিয়ে।

[আরও পড়ুন: ভুয়ো রেল বোর্ড বানিয়ে চাকরির প্রতিশ্রুতি, লক্ষ-লক্ষ টাকার প্রতারণা, বর্ধমানে গ্রেপ্তার ৭]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement