shono
Advertisement

OMG! আটক হওয়ার পর পুলিশের গাড়িতেই উদ্দাম যৌনতায় মাতল যুগল!

দৃশ্য দেখে অবাক অফিসাররা৷ The post OMG! আটক হওয়ার পর পুলিশের গাড়িতেই উদ্দাম যৌনতায় মাতল যুগল! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:57 PM Sep 18, 2019Updated: 05:57 PM Sep 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় বেপড়োয়া বাইক চালানোর অপরাধে এক যুগলকে পাকড়াও করেন পুলিশ আধিকারিকরা৷ আটক করে যুগলকে গাড়িতে তোলার পর, ব্যক্তিগত কাজে গাড়ির বাইরে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলেন তাঁরা৷ কিছুক্ষণ পর গাড়ির পিছনের দরজা খুলতেই, যে দৃশ্যের সাক্ষী থাকলেন পুলিশ আধিকারিকরা, তা জীবনে কল্পনাও করতে পারেননি৷ তাঁরা দেখলেন, গাড়ির পিছনের সিটে মদ্যপ অবস্থায় অবাধ যৌনতায় মজেছে ওই যুগল৷ ফাঁকা গাড়ি হয়ে উঠেছে তাদের যৌনতার লীলাক্ষেত্র৷

Advertisement

[ আরও পড়ুন: ডুবন্ত মানুষকে বাঁচাল হস্তিশাবক, ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা ]

জানা গিয়েছে, সম্প্রতি এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার নাসাউ কান্ট্রি প্রদেশের সাউথ ফ্লেটসের এলাকায়৷ পুলিশ জানিয়েছে, গভীর রাতে ৩১ বছরের অ্যারন থমাস ও ৩৫ বছরের মেগান মনদারনোকে আটক করেন তাঁরা৷ মদ্যপ অবস্থায় বেপড়োয়া গাড়ি চালানোর অভিযোগে তাঁদের আটক করা হয়৷ তাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, হাঁটার ক্ষমতা ছিল ওদের৷ তাই তাদের গাড়িতে তোলা হয়৷ এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ওদের গাড়িতে তোলার পর, আমরা ব্যক্তিগত কারণে বাইরে অপেক্ষা করছিলাম৷ কিছুক্ষণ পর একটা অদ্ভুত আওয়াজ পেয়ে পিছনের দরজা খুলি আমরা৷ এবং দেখি, গাড়ির ভিতরেই অবাধ যৌনতায় মজেছে থমাস ও মনদারনো৷ নগ্ন অবস্থায় ছিল থমাস ও মনদারনোর প্যান্ট অর্ধেক নামান ছিল৷’’

[ আরও পড়ুন: প্রেমিকের বীর্যভরা লকেটের ছবি পোস্ট! নেটদুনিয়ায় ভাইরাল যুবতীর নেকলেস ]

আধিকারিকরা জানিয়েছেন, সঙ্গমরত অবস্থায় ধরা পড়ার সঙ্গে সঙ্গে নগ্ন অবস্থায় পালানোর চেষ্টা করে থমাস৷ কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়৷ অবশেষে যুগলকে গ্রেপ্তার করেন পুলিশ আধিকারিকরা৷ জানা গিয়েছে, এর আগেও আইন ভাঙার অপরাধে পুলিশের জালে ধরা পড়েছে এই যুগল৷ জেলও খেটেছে তারা৷

The post OMG! আটক হওয়ার পর পুলিশের গাড়িতেই উদ্দাম যৌনতায় মাতল যুগল! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার