সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নৌবাহিনীর রণতরী আইএনএস সন্ধ্যায়ক৷ নৌসেনার অফিসার ও জাহাজের নাবিকদের মধ্যে ঝগড়া থামাতে মাঝসমুদ্রে নামাতে নামাতে হল হেলিকপ্টার৷ বলিউডের অ্যাকশন মুভির চেয়ে সেই দৃশ্য কোনও অংশেই কম উত্তেজক ছিল না, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা!
ভারতীয় নৌবাহিনীর এই নজরদারি জাহাজের চার নাবিক নৌসেনার এক অফিসারকে নিগ্রহ করেন বলে অভিযোগ৷ অভিযোগ পেয়ে ওই চার নাবিককেই জাহাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ওড়িশা উপকূলের পারাদ্বীপ বন্দরে৷ অফিসারের নির্দেশে সার্ভে বোট জলে নামাতে অস্বীকার করেন ওই চার নাবিক, খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে৷ নির্দেশ পালন না করে পাল্টা ওই অফিসারের সঙ্গে ঝগড়া শুরু করে দেন নাবিকরা৷ এমনকী, তাদের বিরুদ্ধে নৌবাহিনীর অফিসারকে মারধরেরও অভিযোগ উঠেছে৷ শেষ পর্যন্ত নিগ্রহকারী নাবিকদের রুখতে ও তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যেতে জাহাজে নামানো হয় হেলিকপ্টার৷
নৌবাহিনী সূত্রে খবর, নির্দেশ না মানার অভিযোগে ওই চার জুনিয়ার নাবিককে সাসপেন্ড করা হয়েছে৷ তবে এই ঘটনাকে ‘বিদ্রোহ’ বলছেন না নৌবাহিনীর কর্তারা৷ তাঁদের যুক্তি, জাহাজের অন্যান্যরা এই ঘটনার সঙ্গে যুক্ত নন৷ সেনাবাহিনীর প্রত্যেক সদস্যই দায়িত্ব সহকারে কাজ করেন বলেও নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে৷ ‘অপ্রীতিকর’ এই ঘটনার পর ফের স্বমহিমায় কাজ শুরু করে দিয়েছে আইএনএস সন্ধ্যায়ক৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই রণতরী ২০০১ থেকে ইস্টার্ন ন্যাভাল কমান্ডের অধীনে কমিশনড রয়েছে৷
(মাতৃত্বকালীন ছুটি ১২ থেকে বেড়ে ২৬ সপ্তাহ, লোকসভায় পাস বিল)
The post ঝগড়া থামাতে সমুদ্রের বুকে ভারতীয় নৌসেনার রণতরীতে নামল হেলিকপ্টার appeared first on Sangbad Pratidin.