shono
Advertisement

ঝগড়া থামাতে সমুদ্রের বুকে ভারতীয় নৌসেনার রণতরীতে নামল হেলিকপ্টার

নৌসেনার অফিসারকে নিগ্রহের অভিযোগ চার নাবিকের বিরুদ্ধে... The post ঝগড়া থামাতে সমুদ্রের বুকে ভারতীয় নৌসেনার রণতরীতে নামল হেলিকপ্টার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:24 AM Mar 10, 2017Updated: 05:03 AM Mar 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নৌবাহিনীর রণতরী আইএনএস সন্ধ্যায়ক৷ নৌসেনার অফিসার ও জাহাজের নাবিকদের মধ্যে ঝগড়া থামাতে মাঝসমুদ্রে নামাতে নামাতে হল হেলিকপ্টার৷ বলিউডের অ্যাকশন মুভির চেয়ে সেই দৃশ্য কোনও অংশেই কম উত্তেজক ছিল না, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা!

Advertisement

ভারতীয় নৌবাহিনীর এই নজরদারি জাহাজের চার নাবিক নৌসেনার এক অফিসারকে নিগ্রহ করেন বলে অভিযোগ৷ অভিযোগ পেয়ে ওই চার নাবিককেই জাহাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ওড়িশা উপকূলের পারাদ্বীপ বন্দরে৷ অফিসারের নির্দেশে সার্ভে বোট জলে নামাতে অস্বীকার করেন ওই চার নাবিক, খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে৷ নির্দেশ পালন না করে পাল্টা ওই অফিসারের সঙ্গে ঝগড়া শুরু করে দেন নাবিকরা৷ এমনকী, তাদের বিরুদ্ধে নৌবাহিনীর অফিসারকে মারধরেরও অভিযোগ উঠেছে৷ শেষ পর্যন্ত নিগ্রহকারী নাবিকদের রুখতে ও তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যেতে জাহাজে নামানো হয় হেলিকপ্টার৷

নৌবাহিনী সূত্রে খবর, নির্দেশ না মানার অভিযোগে ওই চার জুনিয়ার নাবিককে সাসপেন্ড করা হয়েছে৷ তবে এই ঘটনাকে ‘বিদ্রোহ’ বলছেন না নৌবাহিনীর কর্তারা৷ তাঁদের যুক্তি, জাহাজের অন্যান্যরা এই ঘটনার সঙ্গে যুক্ত নন৷ সেনাবাহিনীর প্রত্যেক সদস্যই দায়িত্ব সহকারে কাজ করেন বলেও নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে৷ ‘অপ্রীতিকর’ এই ঘটনার পর ফের স্বমহিমায় কাজ শুরু করে দিয়েছে আইএনএস সন্ধ্যায়ক৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই রণতরী ২০০১ থেকে ইস্টার্ন ন্যাভাল কমান্ডের অধীনে কমিশনড রয়েছে৷

(মাতৃত্বকালীন ছুটি ১২ থেকে বেড়ে ২৬ সপ্তাহ, লোকসভায় পাস বিল)

The post ঝগড়া থামাতে সমুদ্রের বুকে ভারতীয় নৌসেনার রণতরীতে নামল হেলিকপ্টার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement