shono
Advertisement

ধর্ম পালন করতে হলে নাম লেখাতে হবে সরকারি অ্যাপে, নয়া ফরমান কমিউনিস্ট চিনে

প্রতিবাদে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা।
Posted: 04:21 PM Mar 09, 2023Updated: 04:21 PM Mar 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমিউনিস্ট চিন (China) মূলত ধর্ম নিরপেক্ষ একটি দেশ। যদিও দেশটির হেনান প্রদেশ এর ব্যতিক্রম। সেখানে অধিকাংশ বাসিন্দা খ্রিস্টান ধর্মাবলম্বী। ওই প্রদেশে এবার নতুন নিয়ম আরোপ করল প্রশাসন। সম্প্রতি হেনানে ‘স্মার্ট রিলিজিয়ান’ নামের একটি অ্যাপ আনা হয়েছে। স্থানীয়দের নির্দেশ দেওয়া হয়েছে, ওই অ্যাপে নিজেদের নাম-সহ যাবতীয় ব্যক্তিগত তথ্য নথিভুক্ত করতে হবে, এরপরেই তাঁরা কোনও ধর্মস্থানে প্রবেশ তথা আচার পালনের অনুমতি পাবেন। মানবাধিকার কর্মীদের বক্তব্য, স্থানীয়দের ধর্মীয় আচার পালনে বিঘ্ন ঘটাতেই এই সিদ্ধান্ত প্রশাসনের। পাশাপাশি কৌশলে কে কোন ধর্মাবলম্বী তা চিহ্নিত করা হচ্ছে। বিরোধিতায় সরব হয়েছেন তাঁরা।

Advertisement

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে, ‘স্মার্ট রিলিজিয়ান’ অ্যাপে প্রত্যেক ব্যক্তির নাম, জন্ম বৃত্তান্ত, ফোন নম্বর, আইডি নম্বর, স্থায়ী ঠিকানা এবং পেশা নথিভুক্ত করতে হবে। চার্চে ঢোকার আগে অ্যাপে নিবন্ধনের প্রমাণ দিতে হবে। এরপরেই ধর্মস্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মানবাধিকার সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত ৬ মার্চ ‘স্মার্ট রিলিজিয়ান’ অ্যাপ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। হেনানের খ্রিস্টান সম্প্রদায় ছাড়াও বৌদ্ধ মন্দির এবং মসজিদেও একই নিয়ম জারি করা হয়েছে।

[আরও পড়ুন: গর্ভপাতের অনুমতি না পেয়ে অসুস্থ, প্রশাসনের বিরুদ্ধে মামলা ৫ মহিলার]

জানা গিয়েছে, ‘স্মার্ট রিলিজিয়ান’ অ্যাপটি তৈরি করেছে হেনান প্রদেশের জাতি ও ধর্ম বিষয়ক কমিশন। উল্লেখ্য, কোনও কোনও দেশে নির্দিষ্ট ধর্মকে অগ্রাধিকার দেয় রাষ্ট্রশক্তি। অন্যদিকে চিনে ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করে চিনা কমিউনিস্ট পার্টির সরকার। ফলে হেনান প্রদেশের এই নির্দেশিকাকে মানবাধিকার লঙ্ঘন তথা রাষ্ট্রশক্তির আগ্রাসন হিসেবে দেখছেন উদারপন্থীরা।

[আরও পড়ুন: ‘চলো বিয়ে করি’, ভরা পার্লামেন্টে প্রথমদিনের ভাষণেই প্রেমিকাকে প্রস্তাব এমপির!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement