সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। রাঁচির অলিগলি থেকে ভারতীয় ক্রিকেটের সিংহাসন দখল করছেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন। দু’বার যার মাথায় উঠেছে বিশ্বজয়ীর শিরোপা। সেই ‘ক্যাপ্টেন কুলে’র আজ জন্মদিন। ৪১ পেরিয়ে ৪২ বছরে পা দিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। ক্রিকেট জীবনে হেন কোনও ট্রফি নেই, যা মহেন্দ্র সিং ধোনি জেতেননি। ৫০ ওভারের বিশ্বকাপ? আছে৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ? আছে৷ আইপিএল ট্রফি? তাও আছে৷ বিদেশের মাটিতে সাফল্য? সেই তালিকাও নেহাত ছোট নয়৷ তবে দেশের সর্বকালের অন্যতম সেরা ফিনিশারের জন্মদিনে শুধু ক্রিকেট নয়, তাঁর ব্যক্তিগত জীবনেও একটু ঢুঁ মেরে আসার চেষ্টা করা যাক। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য।
১। মহেন্দ্র সিং ধোনি ছোটবেলা থেকেই জন আব্রাহামের (John Abraham) ‘ভক্ত’ ছিলেন। ক্রিকেট জীবনে পা রাখার পর তাঁর যে লম্বা চুল ছিল, সেটাও নাকি জনেরই অনুকরণে। মাহি নিজেই এক সাক্ষাৎকারে সেকথা স্বীকার করেছেন।
২। ব্যক্তিগত জীবনে মাহি ভীষণ ‘ধার্মিক’। ২০১১ বিশ্বকাপ জয়ের পর তাঁর কেশচ্ছেদনের গল্প সবারই জানা। শোনা যায়, তিনি নাকি মাঝে মাঝেই মন্দিরে যান প্রার্থনার জন্য। রাঁচিতে দেওরি মন্দিরে নিয়মিত যাতায়াত আছে তাঁর। জানতেন?
৩। মাহি একটু ‘সেকেলে’ গানের ভক্ত। আজকের দিনের ‘যন্ত্র নির্ভর’ সঙ্গীত তাঁর পছন্দ নয়। কিশোর কুমারের (Kishore Kumar) গান নাকি খুব ভাল লাগে ধোনির। অবসর সময়ে কিশোরের গান গুনগুনও করতে শোনা যায় তাঁকে।
[আরও পড়ুন: এবার ক্রিকেট রাজনীতিতে প্রবেশ করছেন অরুণ জেটলির ছেলে! পেতে পারেন বড় পদ]
৪। খাবারের মধ্যে তাঁর সবচেয়ে পছন্দের, বলা ভাল দুর্বলতার জায়গা চিকেন। চিকেনের যে কোনও আইটেমই ভীষণ ভালবাসেন মাহি।
৫। ধোনি ছোটবেলা থেকেই WWE দেখতে ভালবাসেন। কুস্তি আর বিনোদনের এই মিশেল বেশ উপভোগ করেন তিনি। তাঁর প্রিয় রেসলার হলেন ‘দ্য হিটম্যান’।
৬। নিজের দুই পোষ্যকে ভীষণ ভালবাসেন ধোনি। একটি লাব্রাডার অপরটি অ্যালসেশিয়ান। মাহি ওদের নাম রেখেছেন জারা এবং স্যাম।
৭। ধোনির ফুটবল প্রীতি কারও অজানা নয়। ক্রিকেট প্র্যাকটিসের ফাঁকেও ফুটবল খেলেন তিনি। কিন্তু আরও একটা খেলায় তিনি বেশ দক্ষ। সেটি হল ব্যাডমিন্টন।
৮। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সেনায় সাম্মানিক কর্নেলের পদ পেয়েছেন মাহি। প্রথমজন হলেন কপিলদেব।