-
- ফটো গ্যালারি
- Here are list of the people whove been banned from the oscars before will smith
উইল স্মিথের মতোই অস্কারে নির্বাসিত হয়েছে একাধিক তারকা, দেখুন তালিকা
একাধিক কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে এই তারকাদের।
Tap to expand
কারমিন কারিডি: ২০০৪ সালে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে 'দ্য গডফাদার পার্ট ২' খ্যাত অভিনেতাকে নির্বাসিত করা হয়। তিনিই প্রথম অভিনেতা যাঁকে এই শাস্তি দেওয়া হয়।
Tap to expand
হার্ভে ওয়েনস্টাইন: হলিউডের এই প্রযোজকের বিরুদ্ধে একের পর এক যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। তার জেরেই নির্বাসনের সিদ্ধান্ত নেয় অস্কার কমিটি।
Tap to expand
বিল কসবি: জনপ্রিয় এই কমেডিয়ানের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। নির্বাসিত করা হয় তাঁকে।
Tap to expand
রোমান পোলানস্কি: কসবির মতোই প্রখ্যাত এই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় তাঁকে নির্বাসিত করা হয়।
Tap to expand
অ্যাডাম কিমেল: নাবালকদের যৌন হেনস্তার অভিযোগ ওঠে হলিউডের এই সিনেমাটোগ্রাফারের বিরুদ্ধে। ২০২১ সালে তাঁকে নির্বাসিত করা হয়।
Published By: Suparna MajumderPosted: 05:52 PM Apr 09, 2022Updated: 05:52 PM Apr 09, 2022
একাধিক কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে এই তারকাদের।