উপচে পড়া যৌবন! শরীরী আবেদনে আগুন ঝরালেন ছোটপর্দার নায়িকা
বর্তমানে 'সুহাগন চুড়েল' সিরিয়ালে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।
Tap to expand
এশিয়ার অন্যতম 'হটেস্ট' অভিনেত্রীর তকমা রয়েছে তাঁর ঝুলিতে। টেলিপর্দাতেও বেজায় জনপ্রিয় এই অভিনেত্রী। ইনি নিয়া শর্মা। হিন্দি টেলিদুনিয়ার সুবাদে তিনি বেশ পরিচিত নাম।
Tap to expand
মডেল হিসেবেও অবশ্য আন্তর্জাতিক ময়দানে নিয়া শর্মার জুড়ি মেলা ভার! অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট বলিপাড়ার প্রথমসারির নায়িকাদেরও দশ গোল দেবে!
Tap to expand
'টেলিসোপ ক্যুইন' একতা কাপুরের আই ক্যান্ডি বলেও নিয়া শর্মার বেশ সুখ্যাতি রয়েছে। ২০১০ সালে 'কালি- এক অগ্নিপরীক্ষা' দিয়ে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন তিনি।
Tap to expand
পরবর্তীতে 'এক হাজারো মে মেরি বেহনা হ্যায়'-এর মতো শো দিয়েও বেশ খ্যাতি অর্জন করেন। বর্তমানে 'সুহাগন চুড়েল' সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে।
Tap to expand
সোশাল মিডিয়ায় বরাবর বিন্দাস নিয়া। শরীর নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই তাঁর। এমনই বিন্দাস মুডে ধরা দেন সোশাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 09:19 PM Jun 21, 2024Updated: 09:19 PM Jun 21, 2024
বর্তমানে 'সুহাগন চুড়েল' সিরিয়ালে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।