সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধ্যাপনার করার স্বপ্ন দেখেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৫১ জন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ। বাংলা, আরবি, বটানি, কেমিস্ট্রি, চাইনিজ, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, হিন্দি, ইতিহাস, অঙ্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (হিউম্যান রিসোর্স), স্ট্যাটিস্টিক্স, সাঁওতালি, সংস্কৃত, ট্যুরিজম ম্যানেটমেন্টের অধ্যাপক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
প্রফেসর পদে আবেদনের যোগ্যতা:
- প্রফেসর পদের ক্ষেত্রে আবেদন করার জন্য পিএইচডি বাধ্যতামূলক।
- ইউজিসি তালিকাভুক্ত অন্তত ১০টি রিসার্চ পাবলিকেশন-সহ ১২০টি রিসার্চ স্কোর থাকা আবশ্যক কোনও বিশ্ববিদ্যালয়ে বা কলেজে প্রফেসর কিংবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
[আরও পড়ুন: আপনি কি পরিবেশ সচেতন? বাংলায় ‘গ্রিন জব’-এর প্রচুর সুযোগ, জেনে নিন বিস্তারিত]
অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনের যোগ্যতা:
- অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদন করার জন্য পিএইচডি বাধ্যতামূলক।
- স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। সেই সঙ্গে ইউজিসি তালিকাভুক্ত জার্নালে প্রকাশিত অন্তত ৭টি রিসার্চ পাবলিকেশন-সহ ৭৫ রিসার্চ স্কোর থাকতে হবে।
- কোনও বিশ্ববিদ্যালয়ে বা কলেজে প্রফেসর কিংবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ৮ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের যোগ্যতা:
- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করার জন্য ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।
- ইউজিসি বা সিএসআই আর নেট অথবা সেট পরীক্ষায় পাশ হওয়া আবশ্যক। নির্দিষ্ট কিছু সমীক্ষা অনুযায়ী বিশ্বের ক্রমতালিকায় থাকা প্রথম ৫০০টি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
অনলাইনে আবেদনের ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ফি ১ হাজার টাকা।
প্রয়োজনীয় নথিপত্র-সহ পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানাটি হল:
দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, গোল্ডেন জুবিলি বিল্ডিং, নার্স কোয়ার্টার মোড়, পূর্ব বর্ধমান, পিন কোড: ৭১৩১০৪।
- আবেদনপত্র আগামী ১৮ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে।