সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের করোনা পরিস্থিতি বিশেষ হেরফের হল না। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। বাড়ল মৃত্যুও। শুক্রবার কলকাতা মৃত্যুহীন থাকলেও গত ২৪ ঘণ্টায় সেই স্বস্তি উধাও।
শনিবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। ফলে এদিন বাংলার মোট কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। তাঁদের মধ্যে অবশ্য চিকিৎসাধীন রয়েছেন মোটে ৩ হাজার ৫৭৯ জন।
[আরও পড়ুন : বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বোমাবাজি, রাজনৈতিক সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়]
এদিনের সরকারি তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায় (৬১)। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে কোভিড সংক্রমিত হয়েছেন ৩৯ জন। তবে স্বস্তি দিচ্ছে চার জেলা। উত্তরের কোচবিহার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং জঙ্গলমহলের ঝাড়গ্রামে নতুন করে করোনা আক্রান্তের হদিশ মেলেনি। বেশিরভাগ জেলাতেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০-এরও নিচে।
করোনা আগমনের পর গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে উদ্বেগ ছিল কলকাতাকে নিয়েই। প্রতিদিনই ধীরে ধীরে এ শহরে বেড়েছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে প্রাণও হারিয়েছেন বহু মানুষ। কেন্দ্র থেকে বারবার মৃত্যুহার নিয়ে সতর্ক করেছে রাজ্য প্রশাসনকে। চলতি বছরের শুরু থেকে সেই মৃত্যুহারে লাগাম পরানো গিয়েছে। সম্প্রতি দৈনিত মৃত ১-এ নেমে গিয়েছিল। কিন্তু গত ৪৮ ঘণ্টা ধরে সেই গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা। বাকি দুজন হাওড়া ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ফলে বাংলার মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৪৬ জন।
[আরও পড়ুন : আরও মসৃণ হচ্ছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, হাবড়া থেকে চালু ৪ দূরপাল্লার রুটের বাস]
এমন পরিস্থিতিতে স্বস্তি দিচ্ছে্ করোনা থেকে সেরে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে কোভিডমুক্ত হয়েছেন ২৩৫ জন। ফলে এ রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৫৯ হাজার ৭৫৫ জন। এবং বাংলার সুস্থতার হার বেড়ে হল ৯৭.৫৯ শতাংশ।