সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা পাঁচদিন পর ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ (COVID-19)। বেড়েছে মৃত্যুও। চলতি মাসের শেষপর্যায়ে এসে রাজ্যে আচমকা করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ প্রশাসনিক কর্তাদের।
স্বাস্থ্যদপ্তরের শনিবার সন্ধের বুলেটিন বলছে, একদিনে বাংলায় (West Bengal) করোনা আক্রান্ত হয়েছেন ৩১০ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ২৮৬ জন। সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়। একদিনে এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এর ঠিক পরেই রয়েছে কলকাতা (৬৮)। গত কয়েক সপ্তাহ যাবৎ কোনও জেলায় শতাধিক করোনা আক্রান্তের হদিশ মেলেনি। এই পরিসংখ্যান সামান্য হলেও স্বস্তি দিয়েছে স্বাস্থ্যদপ্তরের কর্তাদের ।
[আরও পড়ুন : ফের পাঁচিল নির্মাণে বাধার মুখে বিশ্বভারতী, ব্যবসায়ীদের বিক্ষোভে কাজ রুখে দিল পুরসভা]
এদিন রাজ্যের মোট কোভিড (Corona Virus) আক্রান্তের সংথ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬৯ হাজার ৭৬৯ জন। তবে তাঁদের মধ্যে অধিকাংশ আক্রান্তই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। স্বাস্থ্যভবনের তথ্য বলছে, রাজ্যে ইতিমধ্যে করোনাকে জয় করেছেন ৫ লক্ষ ৫৩ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪১ জন সুস্থ হয়েছেন। ফলে রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.২২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও অনেকটা কমেছে। শনিবার বাংলায় অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ৫ হাজার ৬৭১ জন। শুক্রবার তুলনায় বেশকিছুটা কমেছে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যানে স্বস্তি পাচ্ছেন কোভিড যোদ্ধারা।
গত কয়েক মাসের তুলনায় রাজ্যে করোনায় মৃত্যুহারও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন কলকাতার, উত্তর ২৪ পরগনার ২ জন, হুগলির ২ জন, হাওড়া ও দক্ষি ২৪ পরগনার ২ জন বাসিন্দা রয়েছেন। এদিন রাজ্যের করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৬৪ জন।
[আরও পড়ুন : ‘মোদির মতো জালিয়াত প্রধানমন্ত্রী দেখিনি’, বেনজির আক্রমণ অনুব্রত মণ্ডলের]
এদিকে রাজ্যে জোরকদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া। তবু কোভিবিধিতে ঢিলেমি দিতে নারাজ প্রশাসন। তাই চলছে কোভিড পরীক্ষাও। স্বাস্থ্যদপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৬ হাজার ১০৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ফলে রাজ্যের মোট ৭৯ লক্ষ ৭০ হাজার ৮০৮ জনের কোভিড পরীক্ষা সম্পন্ন হল।