সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুপুরেই রাজ্যে এসে গিয়েছে কোভিড ভ্যাকসিন। রাজ্যে করোনার ‘বিলিতি স্ট্রেন’-এর নতুন করে হদিশ মেলেনি বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। জোড়া সুখবরের মধ্যেও মঙ্গলবার ফের উদ্বেগ বাড়াল বাংলার করোনা চিত্র।
স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫১ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ৬১২। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়ল। এদিনের বুলেটিন বলছে, সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে সেই কলকাতা-তেই (২৩০)। দ্বিতীয় স্থানে যথারীতি রয়েছে ঘনবসতিপূর্ণ উত্তর ২৪ পরগনা (২২০)। অন্যান্য জেলাগুলিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পেরোয়নি।
[আরও পড়ুন : ‘আমফানের চালের মতো টিকা যেন চুরি না হয়’, কটাক্ষ বাবুলের]
সরকারি তথ্য অনুযায়ী, এদিন পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬২ হাজার ৭২ জন। যদিও এর মধ্যে অধিকাংশ সংক্রমিতই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সরকারি হিসেব বলছে, রাজ্যে ইতিমধ্যে করোনাকে জয় করেছেন ৫ লক্ষ ৪৪ হাজার ৭০৫ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭৯ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি। রাজ্যে সুস্থতার হারও স্বস্তিদায়ক (৯৬.৯১ শতাংশ)
তবে রাজ্য সরকারের চিন্তার কারণ কোভিডে মৃতের সংখ্যা। সোমবারের হিসেব বলেছিল, ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আর আজকের রিপোর্ট বলছে একদিনে মৃত্যু হয়েছে ১৮ জন কোভিড আক্রান্তের। চিন্তার বিষয় হল এই ১৮ জনের মধ্যে ১০ জনই আবার কলকাতার বাসিন্দা। তবে রাজ্যকে স্বস্তি দিচ্ছে উত্তর ২৪ পরগনায় কোভিডে মৃত্যুর গ্রাফ। ঘনবসতিপূর্ণ হলেও এই জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও হুগলিতে মোট চারজনের মৃত্যু হয়েছে। ফলে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৭৫ জন।
[আরও পড়ুন : মুখেই বিরোধিতা! লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন দিলীপ ঘোষের পরিবারের সদস্যরা]
ভ্যাকসিন এসে গেলেও কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই করোনা পরীক্ষা বা কনট্যাক্ট ট্রেসিংয়ে ঢিলেমি দিতে রাজি নয় রাজ্য সরকার। এদিনও ৩৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে গোটা রাজ্যে। যার মধ্যে ৭.৫০ শতাংশ রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে।