মাখন শরীরে রোদের উষ্ণতা, বলিউডের এই নায়িকা এখন হলিউড তারকার সঙ্গিনী
মাত্র ১৬ বছর বয়সে শুরু করেছিলেন কেরিয়ার।
Tap to expand
মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন র্যাম্পে। তার পর শুরু হয় সিনেমার সফর। বলিউডের পাশাপাশি তেলুগু, কন্নড়, ব্রিটিশ ছবিতেও অভিনয় করেছেন এমি জ্যাকসন। নিজের বোল্ড ছবিতে মাতিয়ে রাখেন সোশাল মিডিয়া।
Tap to expand
ব্রিটেনে জন্ম এমির। মডেলিংয়ের সূত্রেই তাঁর ভারতে আসা। তার পরই বলিউডে ছবির অফার। 'এক দিওয়ানা থা', 'সিং ইজ ব্লিং'-এর মতো ছবিতে নজর কেড়েছেন এমি।
Tap to expand
সম্প্রতি এমিকে দেখা যায় বিদ্যুৎ জামওয়াল অভিনীত স্পোর্টস অ্যাকশন ফিল্ম 'ক্র্যাক'-এ। ছবিতে প্যাট্রিশিয়া নোভাকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
Tap to expand
এক সময় অভিনেত্রী স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এমি। তবে সে সম্পর্ক খুব বেশিদিন টেকেনি।
Tap to expand
২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত লন্ডনে ছিলেন এমি। সেই সময় তিনি প্রেম করতেন জর্জ পানাইয়োতুর সঙ্গে। ২০১৯ সালে জর্জের সন্তানের মা হন এমি।
Tap to expand
জর্জের সঙ্গে সম্পর্ক ভাঙার বেশ কিছুদিন পর, ২০২২ সালে 'গসিপ গার্ল' ও 'সন অফ র্যাম্বো খ্যাত' হলিউড তারকা এড ওয়েস্টউইকের সঙ্গে এমির প্রেম শুরু হয়।
Tap to expand
বরফঘেরা সুইজারল্যান্ডে হাঁটু মুড়ে বসে অ্যামিকে প্রেম নিবেদন করেন এড। চলতি বছরের জানুয়ারি মাসেই বাগদান পর্ব সেরেছেন দুজন। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 04:35 PM Jul 17, 2024Updated: 04:43 PM Jul 17, 2024
মাত্র ১৬ বছর বয়সে শুরু করেছিলেন কেরিয়ার।