shono
Advertisement

Breaking News

ঘোষিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি, দেখে নিন কবে কোন দলের বিরুদ্ধে খেলবে KKR

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের সফর শুরু ২৭ মার্চ।
Posted: 06:29 PM Mar 06, 2022Updated: 10:13 PM Mar 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। আসন্ন আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী ২৬ মার্চ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানার্স আপ কেকেআরের ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এবারের টুর্নামেন্ট। ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ।

Advertisement

এবারের আইপিএলের নিয়মে এসেছে একাধিক বদল। সে কথা আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দশটি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে। যার মধ্যে ৭০টি ম্যাচ গ্রুপ পর্বের। মুম্বই এবং পুণে মিলিয়ে মোট চারটি ভেন্যুতে হবে এবারের আইপিএল (IPL 2022)। ২০টি করে ম্যাচ পেয়েছে ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ১৫টি করে ম্যাচ হবে ব্র্যাবোর্ন ও MCA ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। প্রতিটা দল সাতটি করে হোম এবং সাতটি করে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এক-একটি দল পাঁচটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে দু’ বার করে খেলবে। বাকি চারটি দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে। তবে প্লে অফ এবং ফাইনালের নিয়মে বদল ঘটেনি। টুর্নামেন্টের ফাইনাল ২৯ মে।

[আরও পড়ুন: প্রথম টেস্টে হেলায় লঙ্কাজয় ভারতের, কপিল দেবের রেকর্ড ভাঙলেন অশ্বিন]

এবারের টুর্নামেন্টে মোট ১২টি ডাবল হেডার অর্থাৎ একদিনে দু’টি করে ম্যাচ রয়েছে। একটি বেলা সাড়ে ৩টে এবং অন্যটি শুরু সন্ধে সাড়ে ৭টায়। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই সফর শুরু করবে ২৭ মার্চ। ওই দিনই নিজেদের প্রথম ম্যাচে আরসিবি মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। এবারই টুর্নামেন্টে প্রথম অংশ নিচ্ছে দশটি দল। যাদের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। গ্রুপ এ-তে কলকাতা নাইট রাইডার্সের (KKR) সঙ্গে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে চেন্নাই সুপার কিংসের পাশাপাশি থাকছে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। অর্থাৎ কেকেআরকে দু’বার খেলতে হবে মুম্বই, রাজস্থান, দিল্লি, লখনউ এবং হায়দরাবাদের বিরুদ্ধে। কারণ বাকি দলগুলি কলকাতার গ্রুপে হলেও বিসিসিআই হায়দরাবাদকে একই সারিতে রেখেছে।

এবার দেখে নেওয়া যাক কবে কোন দলের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের:
২৬ মার্চ- কেকেআর বনাম সিএসকে (সন্ধে ৭.৩০ মিনিট)
৩০ মার্চ- আরসিবি বনাম কেকেআর (সন্ধে ৭.৩০ মিনিট)
১ এপ্রিল- কেকেআর বনাম পাঞ্জাব কিংস (সন্ধে ৭.৩০ মিনিট)
৬ এপ্রিল- কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধে ৭.৩০ মিনিট)
১০ এপ্রিল- কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (বেলা-৩.৩০ মিনিট)
১৫ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআর (সন্ধে ৭.৩০ মিনিট)
১৮ এপ্রিল- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (সন্ধে ৭.৩০ মিনিট)
২৩ এপ্রিল- কেকেআর বনাম গুজরাট টাইটান্স (বেলা-৩.৩০ মিনিট)
২৮ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর (সন্ধে ৭.৩০ মিনিট)
২ মে- রাজস্থান রয়্যালস বনাম কেকেআর (সন্ধে ৭.৩০ মিনিট)
৭ মে- লখনউ সুপার জায়ান্টস বনাম কেকেআর (সন্ধে ৭.৩০ মিনিট)
৯ মে- মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর (সন্ধে ৭.৩০ মিনিট)
১৪ মে- কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধে ৭.৩০ মিনিট)
১৮ মে – লখনউ সুপার জায়ান্টস বনাম কেকেআর (সন্ধে ৭.৩০ মিনিট)

[আরও পড়ুন: শেন ওয়ার্নের টাওয়েল ও বালিশে মিলেছে রক্তের দাগ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement