shono
Advertisement

‘প্রতীক্ষা’য় শ্বেতার জন্মদিনে নেই ঐশ্বর্য! ননদের সঙ্গে ফের ঝামেলা অভিষেক ঘরনির?

বচ্চন পরিবারে যত কাণ্ড সবই যেন এই 'প্রতীক্ষা' বাংলোকে ঘিরে।
Posted: 04:52 PM Mar 18, 2024Updated: 04:52 PM Mar 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারে যত কাণ্ড সবই যেন ‘প্রতীক্ষা’ বাংলোকে ঘিরে। সেখানেই রবিবার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) আদরের মেয়ে শ্বেতার জন্মদিন পালিত হয়। মেয়ের জন্মদিনে নিজের ব্লগে কিছু ছবি শেয়ার করেন বিগ বি। তাতে ছেলে অভিষেকের ছবি থাকলেও, ছিল না বউমা ঐশ্বর্যর কোনও ঝলক। আর এতেই নতুন করে বচ্চন পরিবারের ভাঙন নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

গত বছরের দিওয়ালি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যায়। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। এমন পরিস্থিতিতেই আবার রটনা রটে, নিজের বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’ মেয়ে শ্বেতার (Shweta Bachchan) নামে করে দিয়েছেন বিগ বি। এর পরই শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বউমা ঐশ্বর্যর একেবারেই বনিবনা নেই। আবার ননদ শ্বেতার সঙ্গেও প্রাক্তন বিশ্বসুন্দরীর আদায় কাঁচকলায় সম্পর্ক বলেও রটনা। দুই পক্ষ নাকি একে অন্যকে এড়িয়েই চলে।

[আরও পড়ুন: শিক্ষা দুর্নীতি থেকে রবিনা ট্যান্ডনের সঙ্গে আইনি যুদ্ধ, সব নিয়ে খোলামেলা আড্ডায় চন্দন]

কিন্তু, এত কিছুর পরও শ্বেতার ছেলে অগস্ত্য নন্দার প্রথম বলিউড ছবি ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা যায়। আবার প্রো-কবাডি লিগে অভিষেকের টিমকে উৎসাহ দিতে পৌঁছে গিয়েছিলেন বিগ বি। তাহলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে? এমন প্রশ্ন উঠছিল।

এমন পরিস্থিতিতেই, ‘প্রতীক্ষা’য় শ্বেতার জন্মদিনের আয়োজন করা হয়েছিল। নিজের ব্লগে অমিতাভ জানান, শ্বেতাকে যখন তিনি ‘প্রতীক্ষা’য় নিয়ে এসেছিলেন, তখন তাঁর প্রায় ২ বছর বয়স ছিল। আর অভিষেক তখন কয়েক মাসের শিশু। সেই শ্বেতাকে রবিবার একই বাড়িতে পঞ্চাশতম জন্মদিন পালন করতে দেখা কোনও চমৎকারের থেকে কম নয়। ছেলে-মেয়ে, নাতি সবার থাকার কথা উল্লেখ করেছেন বিগ বি। কিন্তু ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) নাম তাঁর লেখায় নেই। বউমাকে কি তিনি তাহলে সন্তানদের মধ্যে ধরলেন? নাকি বাদই রাখলেন? এই প্রশ্ন উঠছে।

ছবি অমিতাভ বচ্চনের ব্লগ থেকে সংগৃহীত

[আরও পড়ুন: লাল শাড়িতে ভয়ংকর কৌশিক, আসছে নতুন সিরিয়াল ‘অষ্টমী’, নায়ক-নায়িকা কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement