সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফার্স্টলুকেই নজর কেড়েছিলেন। টিজারে কৌতূহল আরও বাড়িয়ে দেন। এবার ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur) ট্রেলারে মুগ্ধ করলেন ভিকি কৌশল। দেশের বীর যোদ্ধার চরিত্রে যেন একাত্ম হয়ে গিয়েছেন অভিনেতা। ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর দাপুটে অভিনয়ই নজর কাড়ল।
দেশের ডেয়ারডেভিল আর্মি জেনারেলদের একজন স্যাম মানেকশ (Sam Manekshaw)৷ ১৯৭১-এ পাক সেনার অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছিল তাঁর নেতৃত্বেই। ভারতীয় সেনার অন্দরমহলে কান পাতলে আজও শোনা যায় স্যাম মানেকশর নাম। দেশের প্রতিরক্ষায় অসমসাহসের পরিচয় রেখেছেন অনেকেই। কিন্তু সাহস, বীরত্ব, রসবোধ সব মিলিয়ে স্যাম যেন এক বর্ণময় কিংবদন্তি। এমন চরিত্রকেই ক্যামেরাবন্দি করেছেন পরিচালক মেঘনা গুলজার। তার পরিচালনায় স্যাম মানেকশ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal)।
[আরও পড়ুন: রশ্মিকার পর ‘ডিপফেক’-এর শিকার ক্যাটরিনা! ‘টাইগার ৩’র স্নানাগারের দৃশ্য করা হল বিকৃত]
বলিউডে ভিকির অভিনয় সফর ‘লাভ শাভ তে চিকেন খুরানা’র মাধ্যমে শুরু হলেও তাঁর পায়ের তলার জমি শক্ত হয়েছিল মেঘনার ‘রাজি’ সিনেমার মাধ্যমেই। ছবিতে আলিয়া ভাটের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। এর পর ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ সেনা অফিসারের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেতা। এবারও বেশ স্যাম মানেকশর চরিত্রেও বেশ মানিয়েছে ভিকিকে।
ছবি স্যাম মানেকশর স্ত্রী সিলু মানেকশর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। আর ফতিমা সানা শেখ হয়েছেন ইন্দিরা গান্ধী। অভিনেতা নীরজ কবি রয়েছেন জওহরলাল নেহেরুর চরিত্রে। পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক ইয়াহিয়া খান হিসেবে দেখা যাবে মহম্মদ জিসান আয়ুবকে। এছাড়াও একাধিক বিদেশি অভিনেতা রয়েছেন। বছরের শেষ মাসের প্রথম দিনে অর্থাৎ পয়লা ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘স্যাম বাহাদুর’। এদিনই আবার রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমার মুক্তি। অর্থাৎ ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক ও স্বামী বক্স অফিসে একেবারে সম্মুখ সমরে।
[আরও পড়ুন: ৩৬ বছর পর মণি রত্নমের ছবিতে কমল হাসান, প্রথম ঝলকেই নজর কাড়লেন অভিনেতা]