shono
Advertisement
Shivraj Singh

ঢাল দুর্নীতির অভিযোগ, বাংলার বকেয়া ইস্যুতে পূর্বসূরি গিরিরাজের পথেই শিবরাজ

মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মনরেগার আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ দিতে বাধ্য। এটা কারও পছন্দ-অপছন্দের বিষয় নয়।
Published By: Subhajit MandalPosted: 08:03 PM Jul 30, 2024Updated: 08:03 PM Jul 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশ ঢালাও প্রকল্প এবং অনুদান পাওয়ার পর থেকেই বাংলার শাসকদল সরব রাজ্যের বকেয়ার দাবিতে। তৃণমূলের বক্তব্য, বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। অন্য রাজ্যকে বাড়তি টাকা দিলে আপত্তি নেই। অন্তত রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া হোক। মঙ্গলবারও তৃণমূলের তরফে লোকসভায় ১০০ দিনের কাজের বকেয়া প্রসঙ্গ তোলা হয়। যার পালটা এল কেন্দ্রের তরফেও।

Advertisement

মঙ্গলবার লোকসভায় তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মনরেগার আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ দিতে বাধ্য। এটা কারও পছন্দ-অপছন্দের বিষয় নয়। তাঁর অভিযোগ, বাংলার সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে। রাজনৈতিক কারণেই বাংলার টাকা আটকে রাখা হচ্ছে। তৃণমূলের এই অভিযোগের আগ্রাসী জবাব দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। পূর্বসূরি গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) মতোই দুর্নীতিকে ঢাল করলেন তিনি।

[আরও পড়ুন: নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাড়ছে মেট্রো পরিষেবা, যাত্রীদের জন্য সুখবর]

গিরিরাজ সিংয়ের ঢংয়েই শিবরাজ সিং চৌহান বললেন, "নরেন্দ্র মোদির (Narendra Modi) স্লোগান ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’। বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে বিস্তর বেনিয়ম হয়েছে। এই তহবিলের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর সরকার অভিযুক্তদের আড়াল করেছে। প্রকল্পের নাম বদলে দেওয়াও হয়েছে। এই সবই হয়েছে বাংলায়।" কড়া ভাষায় কেন্দ্রীয় মন্ত্রী বললেন, "আমরা জনতার টাকা কাউকে খেতে দিতে পারি না।"

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি]

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে লাগাতার আন্দোলন, দিল্লিতে ধরনার পরও ১০০ দিনের টাকা ফেরাতে দুর্গম ‘গিরি’ পার হতে পারেনি বাংলা। মোদি ৩.০ সরকারে এবার সেই গ্রামোন্নয়ন মন্ত্রক গিরিরাজের পরিবর্তে গিয়েছে শিবরাজের হাতে। আবার বাংলার নির্বাচনে লাগাতার ধাক্কা খাচ্ছে বিজেপি। যার জেরে গ্রামন্নয়ন মন্ত্রকে আটকে থাকা বাংলার ১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেরানোর ব্যাপারে কেউ কেউ আশাবাদীও হচ্ছিলেন। কিন্তু শিবরাজও বুঝিয়ে দিলেন, পূর্বসুরির পথেই হাঁটতে চলেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মনরেগার আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ দিতে বাধ্য।
  • তাঁর অভিযোগ, বাংলার সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে।
  • তৃণমূলের এই অভিযোগের আগ্রাসী জবাব দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
Advertisement