shono
Advertisement

ইজরায়েলের বুকে হামাসের হামলার মাস্টারমাইন্ড, কে এই মহম্মদ দেইফ

গত আট দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তিন হাজারের উপর মানুষ।
Posted: 02:41 PM Oct 14, 2023Updated: 02:41 PM Oct 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের বুকে বেনজির হামলা চালিয়েছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। পালটা ‘জবাব’ দিয়েছে ইজরায়েলি সেনা। গত আট দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তিন হাজারের উপর মানুষ। প্রশ্ন উঠছে, সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও কীভাবে হামাস এত নিপুণ পরিকল্পনায় হামলা চালাল? কে ছিল ওই হামলার মাস্টারমাইন্ড?

Advertisement

ইজরাইলের (Israel) মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে হামাসের (Hamas) কমান্ডার মহম্মদ দেইফের। ২০২১ সালের মে মাসে জেরুাজালেমের আল আকসা প্রাঙ্গণে ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছিলেন ১২০০ মানুষ। আহত হয়েছিলেন ২৭০০। উল্লেখ্য, এই আল আকসাকেই মক্কা ও মদিনার পরে ইসলামের তৃতীয় পবিত্র শহর বলে ধরা হয়। সেই সময় থেকেই প্রতিশোধের পরিকল্পনা করেছিল দেইফ। আর তারই ফলশ্রুতি গত শনিবারের হামলা। কুড়ি মিনিটের মধ্যে হাজার পাঁচেক রকেট আছড়ে পড়েছিল ইজরায়েলি ভূখণ্ডে। হামলাকে ‘আল আকসা ফ্লাড’ বলে উল্লেখ করেছে হামাস। জানা যাচ্ছে, দেইফকে খতম করতে অন্তত সাতবার চেষ্টা করেছে ইজরায়েল। শেষবার চেষ্টা করা হয়েছিল ২০২১ সালে। কিন্তু এখনও অধরাই দেইফ। শনিবারের হামলার পর ‘অডিও বার্তা’ও দেয় সে। 

[আরও পড়ুন: ইজরায়েলের হয়ে হামাস নিধনে মণিপুরের যোদ্ধারা!]

এই হামলার পিছনে অবশ্য একা দেইফ নেই। রয়েছে ইয়েহা সিনওয়ারের মতো হামাস নেতাও। তবে দুজনের মস্তিষ্ক থাকলেও মাস্টারমাইন্ড যে একজনই, তা মানছে সকলে। আর তা করা হয়েছিল নিপুণ ভাবেই। এতটাই গোপনীয়তা বজায় রেখে এই হামলা চালানো হয়েছিল যে ইজরায়েলের পক্ষে যেমন আঁচ পাওয়া সম্ভব হয়নি, তেমনই হামাস-ঘনিষ্ঠ ইরানও বিশদে কিছু জানতে পারেনি। কেবল মাত্র বড় হামলার পরিকল্পনার খবর তাদের কাছে ছিল। কিন্তু কবে ও কখন হামলা চালানো হবে সেটা অজানা ছিল তাদেরও।

[আরও পড়ুন: ‘মিনি স্কার্টে উত্তেজক ভঙ্গির নাচ অশ্লীল নয়’, বলছে বম্বে হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement