shono
Advertisement
malaysia

গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ, মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ১৪৫, বহু মৃত্যুর শঙ্কা

প্রায় ২০ তলা বাড়ির সমান উঁচুতে ওঠে আগুনের স্ফুলিঙ্গ।
Published By: Amit Kumar DasPosted: 12:08 PM Apr 02, 2025Updated: 12:25 PM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাসের পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ মালয়েশিয়ায়। বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হলেন ১৪৫ জন মানুষ। এই দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আগুনের প্রায় ২০ তলা ভবনের সমান উঁচুতে ওঠে। দুর্ঘটনার জেরে ১৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাছে। এখানকার খনিজ তেল উৎপাদনকারী সংস্থা পেট্রোনাসের তরফে জানানো হয়েছে, গ্যাস পাইপলাইন ফেটে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনার জেরে তিন শিশু-দহ ১৪৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর ওই অঞ্চলের ৩০০ মিটারের মধ্যে থাকা বাড়িতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আহতদের সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনয়ার ইব্রাহিম। সরকারের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সরকারের তরফে সারানো হবে। তবে কী কারণে, কার গাফিলতির জেরে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে প্রশাসন।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই বিস্ফোরণের ফলে ওই এলাকার ৩০০ জনের বেশি মানুষ কমবেশি আহত হয়েছেন। যে ১৪৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের মধ্যে ৪০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে বেশিরভাগই গুরুতর আহত। এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়, আকাশ ছুঁয়ে যায় লাল আগুনের গোলা। এমনকী ভূমিকম্পের মতো কেঁপে ওঠে মাটি। ভয়াবহ এই দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্যাসের পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ মালয়েশিয়ায়।
  • বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হলেন ১৪৫ জন মানুষ।
  • এই দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
Advertisement