সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলগঠনে চমক দিয়েছেন ভারতের নতুন হেডস্যর গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেনের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের হাতে। এদিকে সর্বভারতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সূর্যকুমার যাদবের উপরেই আস্থা বেশি ক্রিকেটারদের। হার্দিক পাণ্ডিয়ার উপরে আস্থা কম ক্রিকেটারদের। এক সর্বভারতীয় স্তরের মিডিয়ার প্রতিবেদন এমনটাই জানাচ্ছে।
সেই প্রতিবেদন অনুযায়ী, ''ক্রিকেটারদের কাছ থেকে বোর্ড ফিডব্যাক পেয়েছে হার্দিক পাণ্ডিয়ার থেকে তাঁদের আস্থা বেশি সূর্যকুমার যাদবের উপরেই। সূর্যের ক্যাপ্টেন্সিতে খেলতেই তাঁরা পছন্দ করেন।''
[আরও পড়ুন: অলিম্পিকে সম্ভাব্য পদকজয়ী: ব্যাডমিন্টনে স্বপ্ন দেখাচ্ছেন চিরাগ-সাত্ত্বিক]
চোটের লাল চোখ দেখে প্রায়ই মাঠের বাইরে ছিটকে যেতে হয় পাণ্ডিয়াকে। এটাও তাঁর বিরুদ্ধে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, টিম ইন্ডিয়ার নব্য কোচ গৌতম গম্ভীর স্বয়ং চোটআঘাত-হীন একজন অধিনায়ক চেয়েছিলেন। সেই কারণে সূর্যকুমার যাদবকেই পছন্দ করা হয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক সূর্য। এই ফরম্যাটে ব্যাটিংয়ে বিপ্লব ঘটিয়েছেন তিনি। দলের মিডল অর্ডারের ভরসা সূর্যই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের দুর্দান্ত ক্যাচ ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করে।
পঞ্চাশ ওভারের বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে মেগা ইভেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। চোট সারিয়ে আইপিএলে ফিরলেও সময়টা একেবারেই ভালো যায়নি ভারতীয় অলরাউন্ডারের। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেন পাণ্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওভার করতে গিয়েছিলেন পাণ্ডিয়াই। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স সন্তোষজনক হলেও খেলোয়াড়দের কাছ থেকে যে ফিডব্যাক বোর্ড পেয়েছে, তাতে জানা গিয়েছে ক্রিকেটারদের আস্থাভাজন সূর্যকুমার যাদব। এই কারণেই শ্রীলঙ্কা সফরে তাঁর হাতে টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেনের আর্মব্যান্ড হাতে উঠেছে।