shono
Advertisement

টুইটারের ‘শত্রু’ অ্যাপ নিয়ে হাজির ইনস্টাগ্রাম, কী কী সুবিধা মিলবে? জানুন খুঁটিনাটি

আত্মপ্রকাশের আগেই খুঁটিনাটি দেখে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা।
Posted: 03:55 PM Jul 05, 2023Updated: 03:55 PM Jul 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলন মাস্ক টুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই নানা বিধিনিষেধের মুখে পড়ছেন ইউজাররা। কখনও ব্লু টিকের জন্য গ্যাঁটের কড়ি খরচ করতে হচ্ছে তো কখনও আপনি ক’টি টুইট দেখতে পাবেন, তার সীমা বেঁধে দেওয়া হচ্ছে। আর ঠিক এমন টলমল সময়ে নতুন অ্যাপ এনে টুইটারকে জোর ধাক্কা দিল ইনস্টাগ্রাম। চলুন দেখে নেওয়া যাক কী কী সুবিধা মিলবে এই নয়া প্ল্যাটফর্মে।

Advertisement

টুইটারের নয়া প্রতিযোগীর পোশাকি নাম থ্রেডস (Threads)। আগামী কাল অর্থাৎ ৬ জুলাই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে এই অ্যাপের। আপাতত অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপে। বৃহস্পতিবার থেকে অ্যাপটি ডাউনলোড করা হলেও যাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের আগাম ‘গোপন আমন্ত্রণ’ জানানো হয়েছে। যাতে আগেভাগেই জেনে নিতে পারেন এই অ্যাপের খুঁটিনাটি।

[আরও পড়ুন: ‘দাদাজি মনে হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছেন’, সৌরভকে খোঁচা পাক তারকার]

ইনস্টাগ্রামে ‘থ্রেডস’ অথবা ‘সেমোর’ লিখে সার্চ করলে সার্চ বারের বাঁ দিকে একটি টিকিটের আইকন ভেসে উঠবে। তাতে ট্যাপ করলেই আপনার নামে একটি টিকিট দেবে ইনস্টাগ্রাম। সেখানেই আপনাকে জানিয়ে দেওয়া হবে, কোথা থেকে ‘থ্রেডে’র ফিচার ঘেঁটে দেখতে পারবেন। iOS এবং অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে আলাদা অপশন দেওয়া হবে। iOS ব্যবহারকারীদের দেখাবে ‘গেট থ্রেডস’ অপশন। সেখান থেকে আপনাকে পৌঁছে দেওয়া হবে অ্যাপেল অ্যাপ স্টোরে। আর আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলে পাবেন ‘রিমাইন্ডার’ বাটন। অর্থাৎ গুগল প্লে স্টোরে অ্যাপটি এলেই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।

সেলেব হোক কিংবা সংবাদমাধ্যম, যে কোনও ছোট বড় খবর, ছবি, ভিডিও শেয়ার করার ক্ষেত্রে টুইটারই সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। কিন্তু এই মাইক্রো ব্লগিং সাইটকে টেক্কা দেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করছিল মেটা। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হওয়ার পথে। টুইটারের সব ফিচারের পাশাপাশি আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলেই শোনা যাচ্ছে।

[আরও পড়ুন: মাত্র ১৫ টাকা লিটার মূল্যে মিলবে পেট্রল! কেন্দ্রীয় মন্ত্রী গড়করির দাবিতে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement