shono
Advertisement

Breaking News

কংগ্রেসের হয়ে ভোটের প্রচারে শাহরুখ!

Published By: Akash MisraPosted: 06:37 PM Apr 19, 2024Updated: 06:51 PM Apr 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের হয়ে ভোট প্রচারে শাহরুখ! নিশ্চয়ই ভাবছেন, আমির ও রণবীর সিংয়ের মতো নিশ্চয়ই ডিপ ফেক ভিডিও। তবে এখানেই কাহিনিতে টুইস্ট। কোনও ভিডিও নয় বরং স্বশরীরে শাহরুখ! তবে এখানে 'শরীর'টা কিন্তু একেবারেই শাহরুখের নয়। বরং শাহরুখের 'মতো'! বিষয়টা গুলিয়ে যাচ্ছে?

Advertisement

কাণ্ডটা একটু খোলসা করা যাক। যাঁরা নিয়মিত সোশাল মিডিয়া ফলো করেন, তাঁরা নিশ্চয়ই চেনেন ইব্রাহিম কাদরিকে। যিনি শাহরুখের 'লুক আ লাইক' বলে বেশ জনপ্রিয়। সেই ইব্রাহিমকে নিয়েই নতুন ছক কষলেন সোলাপুরের কংগ্রেস প্রার্থী প্রনীতি শিন্ডে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাম সতুপুতকে প্রচারে টেক্কা দিতে কংগ্রেস ব্যবহার করেছে শাহরুখের 'লুক আ লাইক' ইব্রাহিম কাদরিকে।

তবে এ বিষয়টা মোটেই ভালো চোখে দেখছেন না বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশন ও শাহরুখকে ট্যাগ করে, বিষয়টার তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ''সোলাপুরের কংগ্রেস প্রার্থী বলিউড তারকার ইমেজ ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানিয়েছেন। যেটা একেবারেই ঠিক নয়। এই ধরনের আচরণ গনতন্ত্রের জন্য ক্ষতিকারক।''

[আরও পড়ুন: ভোটকেন্দ্রে জনতার ধাক্কায় নাজেহাল থলপতি বিজয়, নেতা-অভিনেতাকে বাঁচাতে আসরে পুলিশ]

ইব্রাহিম কাদরি। অবিকল শাহরুখের মতো দেখতে! ইব্রাহিম কাদ্রিকে দেখলে আপনিও একথাই বলবেন। হুট করে দেখলে আসলে ফারাক করাও মুশকিল। একদা সোশাল মিডিয়ায় ইব্রাহিম নিজেই লিখেছিলেন শাহরুখের মতো দেখতে হওয়ায় তাঁকে কী কী সহ্য করতে হয়। ইব্রাহিম লিখেছিলেন, ''একবার শাহরুখ ভেবে কীভাবে তাঁকে ছেঁকে ধরেছিল জনতা। ভিড়ভাট্টা, ছবি নেওয়ার জন্য ঠেলাঠেলির মাঝে টি-শার্ট ছিড়ে যায়, পুলিশ এসে শেষে তাঁকে উদ্ধার করে। তবে তিনি জানান শাহরুখের মতো দেখতে হওয়ায় নিজেকে ‘গুরুত্বপূর্ণ’ ভাবেন আজকাল! সঙ্গে বাদশাকে রোজ এগুলোর মুখোমুখি হতে হয় ভেবে প্রশংসাও করলেন ধৈর্যের!''

ইব্রাহিমের এই জনপ্রিয়তাকেই এবার কাজে লাগাতে চেয়েছেন সোলাপুলের কংগ্রেস প্রার্থী প্রনীতি শিন্ডে।

[আরও পড়ুন: ভোটের গুঁতো! ভিড়ে ‘চিড়েচ্যাপ্টা’ কমল হাসান, বুথে রজনী আন্নাকে ছেঁকে ধরল ভক্তরা, তারপর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement