shono
Advertisement

রাজধানীতে হামলার ছক, দুই জঙ্গির ছবি প্রকাশ দিল্লি পুলিশের

রাজধানীতে জারি হাই অ্যালার্ট৷ The post রাজধানীতে হামলার ছক, দুই জঙ্গির ছবি প্রকাশ দিল্লি পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 PM Nov 20, 2018Updated: 09:04 PM Nov 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমৃতসরের পর রাজধানী দিল্লিতেও সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা৷ দুই সন্দেহভাজন জঙ্গির ছবিও প্রকাশ করেছে দিল্লি পুলিশ৷রাজধানীতে জারি হাই অ্যালার্ট৷শহরের বিভিন্ন হোটেল, গেস্ট হাউস ও যেসব বাড়িতে পেইংগেস্ট হিসেবে থাকেন বিদেশিরা, সেসব বাড়িতে নজর রাখছে পুলিশ৷

Advertisement

[ ৩৪ বছর পর সুবিচার, শিখ দাঙ্গায় দোষী সাব্যস্তের মৃত্যুদণ্ড

রবিবারই পাঞ্জাবের অমৃতসরে রাজাসানসি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷ বিস্ফোরণে কমপক্ষে তিনজন মারা গিয়েছে৷আহত ২০৷ ঘটনার তদন্তে নেমেছে এনআইএ৷ তদন্তকারীদের দাবি, অমৃতসরে বিস্ফোরণে নেপথ্যে আইএসআই৷ রাজধানী দিল্লিতেও ঢুকে পড়েছে জঙ্গিরা! হাই অ্যালার্ট জারি করাই শুধু নয়, মঙ্গলবার সন্দেহভাজন দুই জঙ্গির ছবিও প্রকাশ করেছে দিল্লি পুলিশ৷ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, হাইওয়েতে উপর একটি মাইলফলকে হেলান দিয়ে দাঁড়িয়ে দুই যুবক৷ মাইলফলকে লেখা, ‘ফিরোজপুর ৯ কিমি, আর দিল্লি ৩৬০কিমি’৷ দিল্লির বিভিন্ন জায়গায় রীতিমতো পোস্টার দিয়েছে পুলিশ৷ সন্দেহভাজন জঙ্গিদের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়ও৷ওই দুই যুবককে যদি শহরের কোথাও দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাদের খবর দেওয়ার জন্য দিল্লিবাসীর কাছে আবেদন জানিয়েছে পুলিশ৷   

জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাদ৷ গত মাসে কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে তার ভাইপো৷ সেই ঘটনার প্রতিশোধ নিতে দিল্লিতে জঙ্গি হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷বস্তুত, জঙ্গিরা যে দিল্লিতে ঢোকার চেষ্টা করছে, গোপন সূত্রে সে খবর গোয়েন্দারা পেয়েছেন বলে জানা গিয়েছে৷     

[দুধের শিশুর উপর দিয়ে চলে গেল ট্রেন, ভিডিও দেখলে শিউরে উঠবেন]

The post রাজধানীতে হামলার ছক, দুই জঙ্গির ছবি প্রকাশ দিল্লি পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement