shono
Advertisement

Breaking News

খাদে উলটে গেল স্কুলবাস, অন্তত ২০ পড়ুয়ার মৃত্যু হিমাচল প্রদেশে

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। The post খাদে উলটে গেল স্কুলবাস, অন্তত ২০ পড়ুয়ার মৃত্যু হিমাচল প্রদেশে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:18 PM Apr 09, 2018Updated: 01:06 PM Jun 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলবাস। হিমাচল প্রদেশে বাসটি খাদে উলটে পড়ার দরুন মৃত্যু হয়েছে অন্তত ২০ জন পড়ুয়ার। বাড়তে পারে মৃতের সংখ্যা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement

[  ধর্ষক বিজেপি বিধায়ক, অভিযোগের পরই রহস্যমৃত্যু ধর্ষিতার বাবার ]

হিমাচল প্রদেশের কাঙ্গরা জেলার নুরুপুরের কাছে ঘটে দুর্ঘটনাটি। পাহাড়ি রাস্তায় আচমকাই পিছলে যায় বাসের চাকা। ফলে সেটি পাশের খাদে উলটে পড়ে। পাথুরে দেওয়ালে গিয়ে আটকে যায়। রাজধানী শিমলা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৩০০ কিমি। প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, আচমকাই বাসের নিয়ন্ত্রণ হারান চালক। ফলে বাসটি পিছলে গিয়ে সোজা ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ছুটে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ শুরু হয় তড়িঘড়ি। প্রথমে জানা গিয়েছিল, অনন্ত চার পড়ুয়ার মৃত্যু হয়েছে। মারাত্মক জখম হয়েছে অন্তত ২৫ জন। স্কুলবাসে বেশিরভাগ পড়ুয়াই ছিল। ফলে হতাহতের মধ্যে তাদের সংখ্যাই বেশি। উদ্ধারকাজ যত চলতে থাকে তত লাফিয়ে লাফিয়ে বাড়তে মৃতের সংখ্যা। সংবাদসংস্থা এএনআই-কে হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী সুরেশ ভরদ্বাজ জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্তত ২০ জন পড়ুয়া প্রাণ হারিয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। স্থানীয়দের সাহায্য নিয়েই উদ্ধারকাজ এখনও চলছে।

ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করেছেন।

The post খাদে উলটে গেল স্কুলবাস, অন্তত ২০ পড়ুয়ার মৃত্যু হিমাচল প্রদেশে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement