shono
Advertisement

‘সেনা নামালেও মণিপুর সমস্যা মিটবে না’, বিস্ফোরক হিমন্ত বিশ্বশর্মা

রাহুলের ভাষাতেই তাঁকে জবাব হিমন্তর।
Posted: 08:32 PM Aug 12, 2023Updated: 08:32 PM Aug 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার হাতে দায়িত্ব দিলে দু’দিনে শান্ত হয়ে যাবে মণিপুর। দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যার পালটা এবার এল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মুখ থেকে। খানিকটা রাহুলের সুরেই তাঁকে জবাব দিলেন হিমন্ত (Himanta Bishwa Sarma)। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য,”মণিপুরে সেনা নামিয়ে লাভের লাভ কিছু হবে না। মণিপুর সমস্যার সমাধান করতে হবে হৃদয় থেকে।”

Advertisement

প্রধানমন্ত্রী মোদি সংসদে জবাবি ভাষণ দেওয়ার পর রাহুল গান্ধী দাবি করেছিলেন, “দু’দিনেই মণিপুর শান্ত করতে পারে সেনা। কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন মণিপুর জ্বলুক। তাই পরিস্থিতি আজ এমন জায়গায় পৌঁছে গিয়েছে।” রাহুলের (Rahul Gandhi) অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী মণিপুরের সমস্যা মেটাতে চানই না। তিনি চান এই সমস্যাকে জিইয়ে রাখতে। কংগ্রেস নেতা বলেন, “ভারতীয় সেনার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন মণিপুর জ্বলুক। তাই পরিস্থিতি আজ এমন জায়গায় পৌঁছে গিয়েছে।”

[আরও পড়ুন: Durand Cup Derby Live: যুবভারতীতে শাপমুক্তি, সাড়ে চার বছর পর ডার্বির রং লাল-হলুদ]

রাহুলের সেই অভিযোগের জবাব অসমের মুখ্যমন্ত্রী তথা উত্তর-পূর্ব ভারতে এনডিএ জোটের আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মা বললেন,”মণিপুরের সমস্যার মূলে গোষ্ঠী সংঘর্ষ। সেনাবাহিনীর সেখানে কিছু করার নেই। বুলেট নয়, সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে হৃদয় থেকে।” অর্থাৎ কংগ্রেস নেতা যে ‘ভালবাসারা দুকানে’র কথা বলেন, সেই সুরই অনেকটা শোনা গেল হিমন্তর মুখে। রাহুলকে হিমন্তর পালটা প্রশ্ন,”সেনা নামিয়ে সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করাই কি মণিপুরের জন্য আপনার প্রেসক্রিপশন?”

[আরও পড়ুন: বিজেপি নেত্রীকে খুন করে নদীতে ভাসিয়ে দিলেন স্বামী! অপরাধ কবুল অভিযুক্তর, দাবি পুলিশের]

মণিপুরের দীর্ঘ হিংসার পরও কেন মোদি (Narendra Modi) সেরাজ্যে যাননি? প্রশ্ন তুলেছিলেন রাহুল। জবাবে হিমন্ত বললেন,”এতদিন ওরা বলছিলেন প্রধানমন্ত্রীকে সংসদে এসে বিবৃতি দিতে হবে। প্রধানমন্ত্রী বিবৃতি দিতেই এখন অন্য কথা বলছেন। সবটাই আসলে রাজনীতির খেলা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement