shono
Advertisement
Pakistan Cricket Team

পাকিস্তান ক্রিকেট দলের সাপোর্ট স্টাফে মহিলা পুলিশ অফিসার, বাবরদের উপর নজরদারি PCB-র!

পাকিস্তানের ক্রিকেটারদের বোর্ডের বিরুদ্ধে 'বিদ্রোহ'-এর অভিযোগ প্রায়ই ওঠে।
Published By: Arpan DasPosted: 12:00 PM Feb 02, 2025Updated: 12:00 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবার শেষে দল ঘোষণা করেছে পাকিস্তান। এবার তারা ফের চমক দিল। দলের ওপারেশন ম্যানেজার হিসেবে যোগ দিচ্ছেন মহিলা পুলিশ আধিকারিক হিনা মুনাওয়ার। পাকিস্তানে এই প্রথম কোনও মহিলাকে এই পদে নিয়োগ করা হল। মূলত দলের নিয়মশৃঙ্খলা, যাতায়াত ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থাপনা দেখার দায়িত্ব থাকেন ওপারেশন ম্যানেজারের। তবে এক্ষেত্রে বাবরদের উপর নজরদারির দায়িত্বও থাকবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

কিন্তু কে এই হিনা মুনাওয়ার? এর আগে তিনি পাকিস্তানের সোয়াট অঞ্চলের নিরাপত্তার বড় দায়িত্বে ছিলেন। যে অঞ্চল এমনিতে ঝুঁকিপূর্ণ বলেই পরিচিত। পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করার পর আইন বিভাগ ও নিরাপত্তা জনিত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে মেয়েদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের মেয়েদের নিরাপত্তা ও শৃঙ্খলারক্ষার দায়িত্বে ছিলেন হিনা।

এবার তাঁর কাধে বাবর আজমদের দায়িত্ব। এই বিষয়ে পাক বোর্ডের এক সূত্র বলছেন, "ওঁকে নিয়োগ করা হয়েছে মূলত ক্রিকেটার ও বোর্ডের যোগসূত্র রক্ষা করার জন্য। এর আগে উনি অনেক বড় কাজ সামলেছেন। ফলে গোটা টুর্নামেন্টে ক্রিকেট ছাড়াও পাকিস্তানের পরিকল্পনা তৈরির ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রথম মহিলা হিসেবে সোয়াট অঞ্চলের পুলিশের বড় পদে ছিলেন হিনা। লিঙ্গ বৈষম্য ভাঙার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।"

শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, পাকিস্তানের আসন্ন ত্রিদেশীয় সিরিজের দায়িত্বেও থাকবেন হিনা। অন্যদিকে দলের ম্যানেজার হিসেবে থাকছেন নাভিদ আক্রম চিমা। এবার দেখার হিনার অধীনে কতটা 'শৃঙ্খলা' দেখাতে পারেন বাবর-রিজওয়ানরা। উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেটারদের বোর্ডের বিরুদ্ধে 'বিদ্রোহ'-এর অভিযোগ প্রায়ই ওঠে। অনেক ক্ষেত্রে গড়াপেটার গুঞ্জনও শোনা যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবার শেষে দল ঘোষণা করেছে পাকিস্তান। এবার তারা ফের চমক দিল।
  • দলের ওপারেশন ম্যানেজার হিসেবে যোগ দিচ্ছেন মহিলা পুলিশ আধিকারিক হিনা মুনাওয়ার।
  • পাকিস্তানে এই প্রথম কোনও মহিলাকে এই পদে নিয়োগ করা হল।
Advertisement