shono
Advertisement

‘হিন্দিভাষীরা তামিলনাড়ু এসে শৌচাগার সাফ করেন’, বিস্ফোরক ডিএমকে সাংসদ

'দুর্ভাগ্যজনক', মন্তব্যের বিরোধিতা করে প্রতিবাদ বিজেপির।
Posted: 09:25 AM Dec 24, 2023Updated: 10:05 AM Dec 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ ও বিহারের যে হিন্দিভাষীরা তামিলনাড়ুতে আসেন তাঁরা শৌচাগার পরিষ্কারের কাজ করেন। এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর এহেন মন্তব্যের ভিডিও। যা শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। কেন মারানের এই মন্তব্যের বিরোধিতা করছেন না ওই দুই রাজ্যের ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা সেই প্রশ্ন তুলেছেন গেরুয়া শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

Advertisement

ঠিক কী বলেছেন মারান? ভাইরাল ভিডিও ক্লিপে ডিএমকে সাংসদকে ইংরেজি শিক্ষিত ও কেবলমাত্র হিন্দি ভাষায় শিক্ষিত মানুষের মধ্যে তুলনা করতে দেখা যায়। তিনি বলেন, যাঁরা ইংরেজি জানেন তাঁরা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ খুঁজে নেন। কিন্তু হিন্দিভাষীরা শেষপর্যন্ত এই রাজ্যে এলে তাঁরা নির্মাণকাজ, রাস্তা সাফাই ও শৌচাগার পরিষ্কারের কাজই পান।

[আরও পড়ুন: ‘কাল আমার বিয়ে চলে আয়!’ এক কাপড়েই মাহি ভাইয়ের বিয়ে খেয়েছিলেন রায়না!]

তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। বিজেপির মুখপাত্র পুনেওয়ালা এই মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে দাবি করেছেন। কেন উত্তরপ্রদেশ ও বিহারের ইন্ডিয়া জোটের নেতারা নীরব, প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, ”নীতীশ কুমার, তেজস্বী যাদব, লালু যাদব, কংগ্রেস, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এঁরা এমন ভান করছেন যেন কিছুই হয়নি। কবে তাঁরা মুখ খুলবেন।”

[আরও পড়ুন: হরমনের জোড়া উইকেটে ধরাশায়ী অস্ট্রেলিয়া, ফের টেস্ট জয়ের স্বপ্ন দেখছে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement