shono
Advertisement

ইতিহাসে প্রথমবার, পাকিস্তানের বায়ুসেনার পাইলট নিযুক্ত হলেন হিন্দু যুবক

নেটদুনিয়ায় নায়কের সম্মান পাচ্ছেন পাক বায়ুসেনার নবনিযুক্ত পাইলট। The post ইতিহাসে প্রথমবার, পাকিস্তানের বায়ুসেনার পাইলট নিযুক্ত হলেন হিন্দু যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:11 PM May 05, 2020Updated: 01:11 PM May 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার। দিনের পর দিন জোর করে ধর্মান্তকরণ, হিন্দুদের ধর্মস্থানে হামলার মতো নৃশংসতার মাঝে অন্য ছবি পাকিস্তানে। স্বাধীনতার পর ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবার পাক বায়ুসেনার পাইলট নিযুক্ত হলেন কোনও হিন্দু। জেনালের ডিউটি পাইলট হিসেবেই পাক এয়ার ফোর্সে যোগ দিয়েছেন রাহুল দেব নামের বছর ছাব্বিশের ওই যুবক।

Advertisement

পাকিস্তানের এয়ারফোর্সের (Pakistan Air Force) বিভিন্নক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কাজ করছেন। তবে আনুষ্ঠানিকভাবে পাইলট পদে এই প্রথমবার কোনও হিন্দু ব্যাক্তিকে নেওয়া হয়েছে। সিন্ধ প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের বাসিন্দা রাহুল (Rahul Dev) সব বাধা-বিপত্তি পেরিয়ে নিজের যোগ্যতার বলে পাক বায়ুসেনার পাইলট পদে নিযুক্ত হয়েছেন। যা নিঃসন্দেহে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের জন্য গর্বের বিষয়।অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত নামের হিন্দুদের একটি সংগঠনের সম্পাদক রবি দাওয়ানি রাহুল দেবের এই নিয়োগে সন্তোষ প্রকাশ  করেছেন। তাঁর কথায়, পাক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। সরকারি চাকুরের সংখ্যা কম নয়। তবে বায়ুসেনায় রাহুলের নিযুক্তি নিঃসন্দেহে ঐতিহাসিক। রবি দাওয়ানি মনে করেন, পাকিস্তান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে ঠিকমতো নজর দেয়, তাহলে এরকম অনেক রাহুল দেব উঠে আসবে।

[আরও পড়ুন: শিখ ও হিন্দুদের জোর করে ধর্মান্তকরণ! মার্কিন কমিশনের রোষের মুখে পাকিস্তান]

কাকতালীয়ভাবে রাহুল যেদিন পাক বায়ুসেনার পাইলট হিসেবে যোগ দিলেন সেদিনই পাকিস্তানে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সরব হল ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন (United States Commission on International Religious Freedom)। পাক ভূমিতে সংখ্যালঘুদের উপর রীতিমতো নিপীড়ন হচ্ছে। অথচ সরকার তা রুখতে কিছুই করছে না। USCIRF-এর বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ‘অতিমাত্রায় সীমাবদ্ধ’। ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন বলছে, পাকিস্তানে প্রতিবছর অন্তত এক হাজার মহিলাকে ইসলামে ধর্মান্তকরণ করা হয়। মার্কিন কমিশনের এই রিপোর্টেই প্রমাণ হয়, রাহুলের লড়াই কতটা কঠিন ছিল। সেজন্যই হয়তো নেটদুনিয়ায় নায়কের সম্মান পাচ্ছেন পাক বায়ুসেনার নবনিযুক্ত পাইলট।

The post ইতিহাসে প্রথমবার, পাকিস্তানের বায়ুসেনার পাইলট নিযুক্ত হলেন হিন্দু যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement