shono
Advertisement

হিন্দু হস্টেল খোলার দাবিতে ফের উত্তাল প্রেসিডেন্সি, বিক্ষোভ পড়ুয়াদের

সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী৷ The post হিন্দু হস্টেল খোলার দাবিতে ফের উত্তাল প্রেসিডেন্সি, বিক্ষোভ পড়ুয়াদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:26 PM Nov 16, 2018Updated: 09:26 PM Nov 16, 2018

দীপঙ্কর মণ্ডল: কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ায় হিন্দু হস্টেল খোলার দাবিতে ফের আন্দোলনে নামলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ৷ আগামী সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে নতুন করে বৃহত্তর আন্দোলনে পা বাড়ানোর হুমকি আন্দোলনকারী পড়ুয়াদের৷ তবে, হস্টেল জট কাটাতে সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পরই আন্দোলনের পরবর্তী রূপরেখা নির্ধারিত হবে বলেই জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ৷

Advertisement

[চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এ কী করলেন যাত্রী! ভিডিও দেখলে শিউরে উঠবেন]

পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘ আন্দোলনের পর হস্টেল খুলতে অনুমতি দেয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সেই মতো গত বৃহস্পতিবার ছিল হিন্দু হস্টেল খোলার দিন৷ কিন্তু, ওই কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, হস্টেল হস্তান্তর হতে আরও ১৫ দিন সময় লাগবে৷ কর্তৃপক্ষের এই ঘোষণায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রছাত্রীরা৷ ডিন অফ স্টুডেন্টসের ঘরের বাইরে অবস্থান শুরু করেন তাঁরা৷ নতুন করে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয় উত্তেজনা৷ পড়ুয়াদের বিক্ষোভে বিপর্যস্ত হয় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম৷

[‘এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি বানাব’, মমতাকে আক্রমণ রাহুল সিনহার]

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ, শুক্রবার ফের পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে কলেজ কর্তৃপক্ষ৷ সোমবারের মধ্যে হস্টেল চালু করার দাবি জানিয়ে ক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা৷ আন্দোলনকারীদের আপত্তির কাছে ভেস্তে যায় গোটা প্রক্রিয়া৷ বৈঠক ছেড়ে বেরিয়ে যান উপাচার্য অনুরাধা লোহিয়া৷ বৈঠক ভেস্তে যেতেই ক্যাম্পাসের মধ্যে ফের বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা৷ আন্দোলনের পরবর্তী রণকৌশল নির্ধারণে এদিন সন্ধ্যায় দীর্ঘ বৈঠকও ডাকেন হিন্দু হস্টেল খোলার দাবিতে আন্দোলনরত পড়ুয়ারা৷

[আবাসনে বেআইনি নির্মাণের অভিযোগ, প্রমোটারকে মার বাসিন্দাদের]

এদিকে হস্টেল হস্তান্তর না হওয়ার ঘটনায় সংবাদমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সময়সীমা দেওয়ার পরও কেন কাজ শেষ হল না, তা জানতে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী৷ কেন দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান করতে পারল না কর্তৃপক্ষ? কোথায় কী সমস্যা রয়েছে, তা জানতেও চাওয়া হতে পারে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে৷

[‘ওটা রাবণ যাত্রা’! বিজেপির রথযাত্রা কর্মসূচিকে আক্রমণ মমতার]

কিন্তু কেন এত সমস্যা? এখনই হস্টেলে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না কেন? কলেজ কর্তৃপক্ষের দাবি, হস্টেল খোলার বিষয়ে দমকলের তরফে এখনও কোনও  ছাড়পত্র পাওয়া যায়নি৷ তাছাড়া আরও কিছু ছোটখাটো কাজ বাকি রয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ৷

The post হিন্দু হস্টেল খোলার দাবিতে ফের উত্তাল প্রেসিডেন্সি, বিক্ষোভ পড়ুয়াদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement