shono
Advertisement
Hiran Chatterjee

'ধান কাটি, কাটি ধান...', কাঠফাটা গরমে প্রচারের ফাঁকে কৃষকদের সঙ্গে খেতে হিরণ

হাতে কাস্তে, মাথায় গেরুয়া ফেট্টি! ফসল কাটলেন বিজেপির 'স্টার' প্রার্থী।
Posted: 07:13 PM Apr 24, 2024Updated: 07:13 PM Apr 24, 2024

সম্যক খান, মেদিনীপুর: ভোট বড় বালাই। প্রচারের ময়দানে আমজনতার মন জয় করতে কখনও তাঁদের হেঁশেলে ঢুকে খুন্তি নাড়া, কখনও থলি হাতে সবজি বাজারে ঢুঁ দেওয়া থেকে শুরু করে আবার কখনও প্রতিপক্ষ দেবকে টেক্কা দিতে ফুটবলও খেলতে দেখা গিয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে। এবার পদ্ম শিবিরের তারকা প্রার্থীকে দেখা গেল কাঠফাটা গরমে কৃশকদের সঙ্গে খেতে কাজ করতে।

Advertisement

বুধবার কেশপুরের রন্ধা এলাকায় ভোটপ্রচার করতে গিয়েছিলেন হিরণ। সেখানেই খেতে কৃষকদের বোরো ধান কাটতে দেখে তড়িঘড়ি প্রস্তুত হয়ে নেমে পড়েন মাঠে। মাথায় বাঁধা গেরুয়া ফেট্টি। কোমড়ে হলুদ কাপড় বেঁধে সটান খেতে বসে পড়তে দেখা যায় বিজেপির তারকা প্রার্থীকে। প্রতিপক্ষ দেব যখন উত্তরবঙ্গে দাপিয়ে প্রচার করছেন, তখন হিরণকে দেখা গেল এলাকাবাসীর সঙ্গে ধানখেতে। সেই ছবি-ভিডিওই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।

[আরও পড়ুন: ‘বিজেপির টাকায় ফ্ল্যাট কেনা?’, রচনাকে কটাক্ষ করে রোষানলে বং গাই, কী জবাব দিলেন?]

দিন কয়েক আগেই মথুরায় হেমা মালিনীকে দেখা গিয়েছিল ধানখেতে। প্রতিবারের মতো এবারেও ভোট আসতেই কাস্তে হাতে মাঠে নেমে পড়েছিলেন 'ড্রিম গার্ল'। ভারতীয় জনতা পার্টির সেই অগ্রজ রাজনীতিকের মতোই হিরণও এবার বাংলার মাঠেঘাটে ধান কাটলেন। সম্প্রতি প্রচারের ফাঁকে কর্মী-সমর্থকের বাড়িতে মেঝেয় বসে ভাত খেতে দেখা গিয়েছিল বিজেপির তারকা প্রার্থীকে। শাক, এঁচোরের তরকারি, মাছ ভাজা দিয়ে তৃপ্তি করে খেয়েছিলেন হিরণ। এবার ধানখেতে দেখা গেল তাঁকে।

ঘাটালের পিচে ভোটপ্রচারের মাঝে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর 'গরম সংলাপ' মাঝেমধ্যেই নেটপাড়া কাঁপাচ্ছে। দেব-হিরণ কেউ কাউকে সূচাগ্র মেদিনী ছাড়তে নারাজ! লাগাতার দেবকে আক্রমণ করায় এর আগে নির্বাচন কমিশনের তরফে শোকজও পেয়েছিলেন হিরণ। আগামী ২৫ মে ঘাটালের ভোটবাক্সে দুই মহারথীর মহারণ। শেষ হাসি কে হাসবে? সেটাই দেখার অপেক্ষায় দেব-হিরণের অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘বুকের খাঁজ বা শাড়ির আঁচলে সীমাবদ্ধ হয়ে গেলে অসুবিধা!’ হঠাৎ কেন এমন লিখলেন স্বস্তিকা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার কেশপুরের রন্ধা এলাকায় ভোটপ্রচার করতে গিয়েছিলেন হিরণ।
  • সেখানেই খেতে কৃষকদের বোরো ধান কাটতে দেখে তড়িঘড়ি প্রস্তুত হয়ে নেমে পড়েন মাঠে।
  • আগামী ২৫ মে ঘাটালের ভোটবাক্সে দুই মহারথীর মহারণ।
Advertisement