shono
Advertisement

আম্পায়ারিং করার সময় বুকে বল লেগে মৃত্যু কিশোরের

ফিল হিউজকাণ্ডের ছায়া এবার বাংলাদেশে। The post আম্পায়ারিং করার সময় বুকে বল লেগে মৃত্যু কিশোরের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:45 PM Oct 07, 2017Updated: 01:15 PM Oct 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের ক্রিকেট মাঠে মৃত্যু। এবার বাংলাদেশের ঢাকায় একটি ম্যাচে আম্পায়ারিং করার সময় বুকে বল লেগে মৃত্যু হল এক কিশোরের। ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি রফিকুল ইসলাম নামে বছর সতেরোর ওই কিশোরকে।

Advertisement

[কলকাতায় বিশ্বকাপ ম্যানিয়া, রবিবারের জন্য প্রস্তুত যুবভারতী]

২০১৪ সালের নভেম্বর। সিডনিতে ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে ব্যাট করার সময় মাথায় বল লেগেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজের। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছিল প্রতিশ্রুতিমান ওই ক্রিকেটারের। বছর তিনেক বাদে ফের একই ঘটনা ঘটল বাংলাদেশে। তবে এবার খেলতে গিয়ে নয়, আম্পায়ারিং করার সময় বুকে বল লেগে মৃত্যু হল বছর সতেরোর কিশোর রফিকুল ইসলামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ঢাকার বেলুড় মঠের মাঠে ক্রিকেট খেলছিল স্থানীয় কয়েকজন তরুণ। সেই ম্যাচেই আম্পায়ারি করছিল রফিকুল। আচমকাই এক বল সজোরে এসে তার বুকে লাগে। ঘটনার পর তড়িঘড়ি ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়া হয় রফিকুলকে। কিন্তু, বাঁচানো যায়নি ওই কিশোরকে। চিকিৎসকরা রফিকুলকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় পুলিশ প্রধান ইনামুল হক জানিয়েছেন, রফিকুল অত্যন্ত গরিব পরিবারের ছেলে ছিল। তার বাবা রিক্সা চালান। মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন।

[টিকিট কই! যুবভারতীতে ইতিহাসের সাক্ষী থাকতে মুখিয়ে গোটা বাংলা]

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২০ ফ্রেরুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ফিল্ডিং করার সময়ে মাথা বল লেগেছিল ভারতীয় ক্রিকেটার রমন লাম্বার। তিনদিন কোমায় থাকার পর, মারা যান তিনি।

[সাফল্যের পুরস্কার, দিওয়ালিতেই বাড়তে চলেছে মিতালিদের বেতন!]

The post আম্পায়ারিং করার সময় বুকে বল লেগে মৃত্যু কিশোরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement