সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে টিম ইন্ডিয়ার হারের দিন দেশবাসীকে স্বস্তি দিয়েছিল হকিতে ভারতের দুর্দান্ত জয়। ওয়ার্ল্ড হকি লিগ সেমিফাইনালের সেই ম্যাচে ৭-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়েছিলেন এসভি সুনীলরা। এবার সেই ম্যাচের উপর পড়ল ম্যাচ-ফিক্সিংয়ের ছায়া। পাকিস্তান হকি ফেডারেশনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলল হকি ইন্ডিয়া।
[২১ বছরে সেরা স্থান, ফিফা ব়্যাঙ্কিংয়ে ৯৬ নম্বরে ভারত]
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যেই পাক হকি ফেডারেশনের বিরুদ্ধে গড়াপেটার লিখিত অভিযোগ দায়ের করেছে হকি ইন্ডিয়া। তাদের অভিযোগ, লন্ডনে আয়োজিত ওই টুর্নামেন্টে গত ১৮ জুন পুল বি-র ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। আন্তর্জান্তিক হকি ফেডারেশনের সঙ্গে হাত মিলিয়ে সেই ম্যাচে গড়াপেটা করেছিল পাক ফেডারেশন।
[ডোপিংয়ের কলঙ্ক থেকে মুক্ত ‘স্পাইডারম্যান’ সুব্রত]
তবে হরমনপ্রীত সিং, তলবিন্দর সিং, আকাশদীপ সিংদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে দুরমুশ করতে সফল হয় ভারত। সেই টুর্নামেন্টেই ফের ২৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বীদের হারায় মেন ইন ব্লু। সেই ম্যাচও ৬-১ গোলে জিতে নেয় ওল্টম্যান্সের দল। তবে কানাডার কাছে শেষমেশ ষষ্ঠস্থানে টুর্নামেন্ট শেষ করে দল। এখনও পর্যন্ত গড়াপেটা নিয়ে অভিযোগের বিষয়ে পাক ফেডারেশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
The post পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলল হকি ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.