shono
Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকল ট্যাক্সি! প্রশ্নের মুখে নিরাপত্তা

আটক করা হয় ট্যাক্সিচালককে।
Posted: 02:49 PM Aug 24, 2023Updated: 02:49 PM Aug 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর (Kiran Rijiju) দিল্লির (Delhi) সরকারি বাসভবনে ট্যাক্সির ধাক্কা। তীব্র আঘাতে ভাঙল মন্ত্রী বাড়ির দেওয়ালের একাংশ। কড়া নিরাপত্তায় মোড়া এলাকায় এই ঘটনার পরই শোরগোল পড়ে যায়। ঘটনার পরেই আটক করা হয় অভিযুক্ত ট্যাক্সিচালককে। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিকানা ৯, কৃষ্ণা মেনন মার্গ। ওই বাসভবনের পাঁচিলেই ধাক্কা মারে একটি ট্যাক্সি। ঘটনার পরেই ট্যাক্সিচালককে আটক করে মন্ত্রীর বাড়ির নিরাপত্তাকর্মীরা। পুলিশ জানিয়েছে, ট্যাক্সি চালকের নাম রহিম আলি, হরিয়ানার (Haryana) নুহের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, একটি বাসের সঙ্গে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর বাড়ির পাঁচিলে ধাক্কা মারেন তিনি। তাতেই পাঁচিলের একাংশ ভেঙে যায়।

[আরও পড়ুন: হাতে চাঁদ পেল ভারত, ১৪০ কোটির স্বপ্ন নিয়ে চন্দ্রপৃষ্ঠে ইসরোর ‘বিক্রম’]

ট্যাক্সিচালককে আপাতত ছেড়ে দেওয়া হলেও মন্ত্রীর বাসভবনে ধাক্কা মারার বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। ট্যাক্সিচালকের দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই বিষয়ে নিশ্চিত হবে পুলিশ। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা আরও আঁটসাঁট করার কথাও ভাবছে পুলিশ।

[আরও পড়ুন: ‘স্বপ্নের ভারত গড়তে প্রতিটা ভোট দামী’, নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ হয়েই বললেন শচীন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement