সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব পালনের নামে জোর করে দুই মুসলিম মহিলাকে রং লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনোর জেলার ধরমপুর থানা এলাকার। মুসলিম মহিলাদের হেনস্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নিয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে তৎপর পুলিশ। গ্রেপ্তার (Arrest) করা হয়েছে এক যুবককে। পাশাপাশি আটক আরও ৩ জন।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হোলি উৎসব পালনের অছিলায় রাস্তায় রং নিয়ে মেতে ওঠে একদল যুবক ও কিশোর। সেই সময়ে মোটরবাইকে চেপে যাচ্ছিল এক মুসলিম পরিবার। তাঁদের থামিয়ে চড়াও হয় ওই উন্মত্ত যুবকের দল। বাইকের পিছনে ছিলেন দুই মহিলা। তাঁদের জোর করে রং মাখাতে থাকে ওই দলটি। মহিলা আপত্তি জানালে আরও বেশি করে শুরু হয় হেনস্তা। এমনকী তাঁদের গায়ে বালতি ভর্তি জলও ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। সঙ্গে চলতে থাকে ধর্মীয় স্লোগান। এই অবস্থায় কোনওমতে ওই যুবকদের তাণ্ডব থেকে পালিয়ে বাঁচেন মুসলিম পরিবারটি।
[আরও পড়ুন: সর্বোচ্চ দুই সন্তান, অসমের মূল নিবাসী হতে ‘মিঞা’দের বিয়েতেও শর্ত চাপালেন হিমন্ত]
এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। বিজনোর পুলিশ প্রধান নীরজ কুমার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন। ভিডিও দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অনিরুদ্ধ নামে এক যুবককে। পাশাপাশি আটক করা হয় ৩ কিশোরকে। হোলির আগে রাজ্যে এই ধরনের ‘ধর্মীয় অসহিষ্ণুতা’ বাড়তে পারে আশঙ্কা করে এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তা দিয়েছে যোগীরাজ্যের পুলিশ। যেখানে রাজ্যের মানুষের কাছে আর্জি জানানো হয়েছে, “অনুগ্রহ করে জোরপূর্বক কাউকে রং মাখাবেন না। এই ধরনের ঘটনা প্রকাশ্যে এলে পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”