রোজকার ব্যস্ততায় বাথরুমের পরিচ্ছন্নতা অনেক সময়ই অবহেলিত থাকে। জল আর সাবানের অবিরত ব্যবহারে বালতি বা মগের গায়ে কালচে দাগ পড়ে যায়। শুধু দেখতে যে খারাপ লাগে তা নয়, এই ময়লা থেকে জন্ম নেয় ছত্রাক ও দুর্গন্ধ, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বাজারচলতি দামি রাসায়নিক নয়, বরং হাতের কাছের ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বাথরুমকে রাখুন নতুন ও ঝকঝকে। কীভাবে? জেনে নিন সেরা ঘরোয়া টিপস।
লেবু ও ডিটারজেন্টের ম্যাজিক
প্লাস্টিকের বালতি বা মগে জমে থাকা কালচে দাগ তুলতে লেবুর বিকল্প নেই। লেবুর প্রাকৃতিক অ্যাসিড প্লাস্টিকের কোনও ক্ষতি না করেই ময়লা সাফ করে। একটি পাত্রে জল, সামান্য ডিটারজেন্ট ও লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণে বালতি বা মগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষলেই ফিরে আসবে হারানো জেল্লা।
টয়লেটে ইনো ও ভিনেগার
শুনে অবাক লাগলেও, টয়লেট সিট পরিষ্কার করতে ইনো অত্যন্ত কার্যকর। একটি ইনো পাউচের সঙ্গে দুই টেবিল চামচ ভিনেগার ও সামান্য বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি টয়লেট সিটে ঢেলে কিছুক্ষণ রেখে ঘষলেই কড়া দাগ উধাও হবে। সাধারণ দাগের ক্ষেত্রে শুধু এক কাপ ভিনেগার কমোডে ঢেলে এক ঘণ্টা রেখে দিলেও ভালো ফল পাওয়া যায়।
পুরনো দাগের ক্ষেত্রে ব্লিচিং পাউডার ব্যবহার করা যেতে পারে। সামান্য জলে ব্লিচিং পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। বালতি বা মগের গায়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে ঘষে ধুয়ে ফেলুন। তবে ব্লিচ ব্যবহারের সময় হাতে গ্লাভস পরা জরুরি।
কফির সুগন্ধে সতেজ বাথরুম
রাসায়নিক ক্লিনারের তীব্র গন্ধ অনেকেরই সহ্য হয় না। এক্ষেত্রে কফি গ্রাউন্ডস হতে পারে সেরা বিকল্প। এটি টয়লেট পরিষ্কার করার পাশাপাশি বাথরুমে একটি মনোরম সুগন্ধ বজায় রাখে।
মাসে অন্তত একবার এই পদ্ধতিগুলি মেনে চললে বাথরুম থাকবে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর। খরচ বাঁচিয়ে ঘরোয়া উপায়েই এখন বাথরুম ঝকঝকে পরিষ্কার রাখুন।
