shono
Advertisement
Kojagari Lakshmi Puja 2024

‘এসো মা লক্ষ্মী… আমার এ ঘরে থেকো আলো করে’, কোজাগরীর রাতে ঘর সাজান প্রদীপে

ঝটপট জেনে নিন রকমারি আলো দিয়ে ঘর সাজানোর টিপস।
Published By: Sandipta BhanjaPosted: 04:56 PM Oct 16, 2024Updated: 05:07 PM Oct 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোয় বাড়িতে অতিথি সমাগমের জন্য ঘরদোর নোংরা হওয়া অস্বাভাবিক নয়। তবে মা লক্ষ্মীর আরাধনার আগেই পরিষ্কার করে ফেলুন গোটা বাড়ি। কারণ ধনদেবী অপরিষ্কার, অপরিচ্ছন্ন জায়গা দেখলেই রুষ্ট হন। তাই লক্ষ্মীপুজোয় ঘরদোর ফিটফাট থাকা বাঞ্ছনীয়। কথিত আছে, কোজাগরীর(Kojagari Lakshmi Puja 2024) রাতে দীপ জ্বেলে রাখলে মায়ের বিশেষ কৃপালাভ হয়। তাই সংবাদ প্রতিদিন ডট ইন-এ রইল আলো দিয়ে ঘর সাজানোর টিপস।

Advertisement

১) লক্ষ্মীপুজোয় ঘর সাজাতে মাটির প্রদীপ বা কৃত্রিম আলো একটা মূল অনুষঙ্গ। মাটির প্রদীপে এখন অনেক অপশন। প্লেন মাটির প্রদীপ যেমন হয়, নানারকম ডিজাইনার প্রদীপও বেরিয়েছে হাতে আঁকা। সেগুলো সাজিয়ে দিতে পারেন ঘরের কোনও একটা কোণায়।

২) প্রদীপ ঘরের কোনও একটা কোনায় রাখলে ভাল লাগবে। ধরুন, একটা কর্নার শুধু সাজালেন। বারোটা কি চব্বিশটা প্রদীপের সেট বসিয়ে ফুলের রঙ্গোলি করে দিলেন। কিংবা লক্ষ্মীপুজো মানেই বঙ্গবাড়ির অন্দরহমহল থেকে বারান্দাজুড়ে আলপনার বাহার। তার উপরও প্রদীপ সাজিয়ে দিতে পারেন।

৩) এছাড়া, মোমবাতিরও প্রচুর বৈচিত্র এখন। যার মধ্যে ফ্লোটিং ক্যান্ডেল অন্যতম। যা দিয়ে ঘর সাজালে খুব সুন্দর লাগে। ড্রয়িং রুমের মাঝখানে বড় একটা এথনিক পটে ফুলের পাপড়ি ছড়িয়ে ফ্লোটিং ক্যান্ডেল বসিয়ে দিতে পারেন। কৃত্রিম আলো বন্ধ করে দিন। ঘরে মায়াবী হয়ে উঠবে।

৪) প্রদীপ বা কোনও কৃত্রিম ডিজাইনার আলোর সঙ্গে রঙ্গোলি দিলে ঘর খুব সুন্দর লাগবে দেখতে।

৫) ডিজাইনার কোনও লাইট ঘরের ডাইনিং টেবিলে বা সেন্টার টেবিলে রাখা যেতে পারে। কোনও বড় মূর্তি থাকলে, সেই মূর্তির চারধার দিয়েও আলো দিয়ে সাজানো যেতে পারেন। তবে এই লাইট বা প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরের রোজকার আলো বন্ধ করে রাখুন। দেখবেন মায়াবী এক পরিবেশ তৈরি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কথিত আছে, কোজাগরীর রাতে দীপ জ্বেলে রাখলে মায়ের বিশেষ কৃপালাভ হয়।
  • লক্ষ্মীপুজোয় ঘর সাজাতে মাটির প্রদীপ বা কৃত্রিম আলো একটা মূল অনুষঙ্গ।
  • মোমবাতিরও প্রচুর বৈচিত্র এখন। যার মধ্যে ফ্লোটিং ক্যান্ডেল অন্যতম।
Advertisement