shono
Advertisement
Lifestyle News

শীতকালে বাসন মাজতে গিয়ে হাত জমে বরফ! এই সহজ কৌশলেই মিলবে স্বস্তি

ঠান্ডা বলে ঘরকন্নার কাজ তো আর বাদ রাখা যায় না!
Published By: Sayani SenPosted: 05:38 PM Jan 17, 2026Updated: 05:52 PM Jan 17, 2026

তীব্র শীতের কামড় কিছুটা কমেছে। তবে তা বলে একেবারে ঠান্ডা লাগছে না তা নয়। এই সময়ে জলে হাত দিলেই যেন বরফ হয়ে যাচ্ছে। তবে ঘরকন্নার কাজ তো আর বাদ রাখা যায় না। বিশেষত খাওয়াদাওয়ার পর বাসন তো মাজতেই হবে। তবে জানেন কি, ঠান্ডা জলে বাসন মাজার ফলে নানা সমস্যা দেখা দিতে পারে। হাতের ত্বকের ক্ষতি করে ঠান্ডা জল। স্বাভাবিক আর্দ্রতা হারাতে পারে ত্বক। আবার তার পাশাপাশি গাঁটে গাঁটে ব্যথা, আঙুল ও হাতে রক্ত সঞ্চালনার সমস্যা দেখা দিতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নইলে বিপদে পড়তে পারেন আপনি। তাই জেনে নিন এই ঠান্ডার বাসন মাজার পরেও কীভাবে হাত গরম রাখবেন। কয়েকটি সহজ কয়েকটি কৌশলেই হতে পারে বাজিমাত।

Advertisement

  • বাসন মাজার আগে বেশ কিছুক্ষণ হাত হালকা গরম জলে ডুবিয়ে রাখুন। ওইভাবে হাত ঘষে নিন। তারপর বাসন মাজা শুরু করুন।
  • ঠান্ডা জল দিয়ে বাসন মাজার ফলে হাতের ত্বক আর্দ্রতা হারাতে পারে। তাই বাসন মাজার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এরপর হাতে নারকেল অথবা সরষের তেল লাগিয়ে নিন।
  • ঠান্ডা জলে বাসন মাজার পর হাতে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে হাতের ত্বক আরও উজ্জ্বল হবে।
  • বাসন ঠান্ডা জলে ধোয়ার পর অন্য় কাজ আর করবেন না। কিছুক্ষণ হাতকে সম্পূর্ণ বিশ্রাম দিন। তাতে হাত শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কমবে।
  • সবচেয়ে ভালো হয়, আপনি যদি গ্লাভস ব্যবহার করতে পারেন। তাতে ত্বকের ক্ষতির আশঙ্কা থাকবে না এতটুকু।
  • রান্নাঘর যাতে খুব ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখুন। জানলা বন্ধ রাখুন। প্রয়োজনে হালকা গরম জলেও বাসন মাজার অভ্যাস করতে পারেন।

এই নিয়মগুলি মেনে চলুন। আর এই ঠান্ডায় বাসন মাজার পরেও থাকুন 'সুপার হট'। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement