shono
Advertisement
Artificial Grass

গৃহসজ্জায় কৃত্রিম ঘাসের ব্যবহার, নিজের ক্ষতি ডেকে আনছেন না তো?

কংক্রিটের সাম্রাজ্যে ক্রমশ বাড়ছে কৃত্রিম ঘাসের চাহিদা।
Published By: Sayani SenPosted: 05:12 PM Mar 03, 2025Updated: 05:13 PM Mar 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে হারাচ্ছে সবুজ। কংক্রিটের সাম্রাজ্যে পরিণত হচ্ছে আশপাশ। তাই বর্তমানে ক্রমশ বাড়ছে আর্টিফিশিয়াল গ্রাসের চাহিদা। কৃত্রিম উপায়ে ব্যালকনি কিংবা বাড়ির আশপাশের জায়গাকে বাগানে পরিণত করার জন্য এই ধরনের ঘাসের মতো ম্যাটের ব্যবহার করা হয়। তা দেখতে হয়তো ভালো লাগে। কিন্তু কৃত্রিম ঘাসের রয়েছে কিছু বিপদও।

Advertisement

দ্য ইউনিভার্সিটি অফ প্লাইমাউথ কৃত্রিম ঘাস নিয়ে সম্প্রতি গবেষণা করেছে। তথ্য বলছে, কৃত্রিম ঘাস মাটির সবচেয়ে বেশি ক্ষতি করে। দীর্ঘদিন ধরে কৃত্রিম ঘাস মাটির উপর থাকলে তার চারিত্রিক বৈশিষ্ট্য বদলে যেতে পারে।

প্লাস্টিক মাটির জন্য সবসময়ই ক্ষতিকারক। কৃত্রিম ঘাসও তৈরি হয় মাইক্রো প্লাস্টিক দিয়ে। স্বাভাবিকভাবেই এই কৃত্রিম ঘাসও মাটির ক্ষতি করে।

প্রকৃত ঘাস মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তার ফলে মাটির জলধারণ ক্ষমতা বাড়ে। কিন্তু কৃত্রিম ঘাস তা করতে পারে না। তার ফলে দীর্ঘদিন মাটির উপর কৃত্রিম ঘাসের আবরণ থাকলে মাটির জলধারণ ক্ষমতা করে। তার ফলে অল্প বৃষ্টিতে জল জমার সমস্যা তৈরি হয়।

আর্টিফিসিয়াল গ্রাস বা কৃত্রিম ঘাসে কার্বন থাকে। যা মাটির জন্য ক্ষতিকারক। আবার কোনও বন্যপ্রাণী যদি কৃত্রিম ঘাসে মুখ দেয়, তবে তার শারীরিক সমস্যাও হতে পারে।

তাই বিশেষজ্ঞদের মতে, বাড়ির বাগানে কৃত্রিম ঘাস না লাগানোই ভালো। ব্যালকনিতে এই ধরনের ম্যাট পাততে পারেন। তবে পোষ্য থাকলে তা ব্যবহার না করাই ভালো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্য ইউনিভার্সিটি অফ প্লাইমাউথ কৃত্রিম ঘাস নিয়ে সম্প্রতি গবেষণা করেছে।
  • কৃত্রিম ঘাসও তৈরি হয় মাইক্রো প্লাস্টিক দিয়ে।
  • বিশেষজ্ঞদের মতে, বাড়ির বাগানে কৃত্রিম ঘাস না লাগানোই ভালো।
Advertisement